Union Budget 2022: আমদানি শুল্ক বাড়তে পারে, তাই দাম বাড়তে পারে স্মার্টফোন-সহ একাধিক দ্রব্যের

Last Updated:

Union Budget 2022: দেশীয় শিল্পকে স্বস্তি দিতে সরকার ২০২২ সালের বাজেটে বিদেশ থেকে আমদানি করা প্রায় ৫০টি পণ্যের আমদানি শুল্ক বাড়াতে পারে।

গত বছর বাজেটের দিন তাঁর পরনে ছিল গাঢ় লাল রঙের পচমপল্লী শাড়ি। এই বছর আলাদা করে নজর কেড়েছে ইক্কতের কাজ। এই শাড়িটির বিশেষত্ব হল এর পল্লুতে ইক্কতের প্যাটার্ন রয়েছে। ইক্কতের অন্ধ্র প্রদেশের একটি বিখ্যাত বয়ন শিল্প।
গত বছর বাজেটের দিন তাঁর পরনে ছিল গাঢ় লাল রঙের পচমপল্লী শাড়ি। এই বছর আলাদা করে নজর কেড়েছে ইক্কতের কাজ। এই শাড়িটির বিশেষত্ব হল এর পল্লুতে ইক্কতের প্যাটার্ন রয়েছে। ইক্কতের অন্ধ্র প্রদেশের একটি বিখ্যাত বয়ন শিল্প।
#নয়াদিল্লি: মঙ্গলবার সকাল ১১টায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট (Union Budget 2022) পেশ করবেন । এ বারের বাজেটের (Union Budget 2022) সময়কাল ৯০ থেকে ১২০ মিনিট হতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, এ বারের বাজেটে (Union Budget 2022) একাধিক চমকপ্রদ ঘোষণা থাকতে পারে। আবার ধাক্কাও লাগতে পারে কোনও কোনও বাণিজ্যিক ক্ষেত্রে। অনেকেই আশঙ্কা করছে, মঙ্গলবার পেশ করা বাজেটে (Union Budget 2022) স্মার্টফোন-সহ প্রায় ৫০টি জিনিসের দাম বাড়তে পারে । শিল্প বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি ও আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার এ পদক্ষেপ নিতে পারে।
দেশীয় শিল্পকে স্বস্তি দিতে সরকার ২০২২ সালের বাজেটে বিদেশ থেকে আমদানি করা প্রায় ৫০টি পণ্যের আমদানি শুল্ক বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক পণ্য, রাসায়নিক এবং হস্তশিল্পের মতো পণ্য। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি শুল্ক বাড়ানোর সরাসরি প্রভাব পড়বে ক্রেতাদের উপর। সূত্র জানায়, চিন-সহ অন্যান্য দেশ থেকে ৫৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানিতে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। যেসব পণ্যের ওপর ৫ থেকে ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়ানো যেতে পারে সেগুলো চিহ্নিত করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ অপ্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি রোধে সহায়ক হবে। এর পাশাপাশি দেশে উৎপাদনকে উৎসাহিত করা হবে। এটি কর্মসংস্থান ক্ষেত্রেও স্বস্তি প্রদান করতে পারে।
advertisement
advertisement
এই জিনিসগুলি ব্যয়বহুল হতে পারে
মোবাইল ফোনের চার্জার, শিল্প রাসায়নিক, বাতি, কাঠের আসবাবপত্র, মোমবাতি, গহনা এবং হস্তশিল্পের মতো পণ্যগুলিতে উচ্চ শুল্ক আরোপের পরে ব্যয়বহুল হতে পারে। উপরন্তু, চার্জার, ভাইব্রেটর মোটর এবং রিঙ্গারের মতো যন্ত্রাংশ আমদানি করা স্মার্টফোন নির্মাতাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: আমদানি শুল্ক বাড়তে পারে, তাই দাম বাড়তে পারে স্মার্টফোন-সহ একাধিক দ্রব্যের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement