Silver Price: দাম লক্ষ ছাড়াতেই বন্ধ অর্ডার! সমস্যায় রুপোর কারিগর ও ব্যবসায়ী

Last Updated:

Silver Price: কেজিপ্রতি রুপোর দাম ১ লক্ষ টাকা ছাড়াতেই বাজারে অর্ডার বন্ধ হয়ে গেছে। এই হঠাৎ দামবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন রুপোর কারিগর ও ব্যবসায়ীরা, যা শিল্পের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা।

+
রুপোর

রুপোর গহনা

মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা: রুপোর দাম কেজি প্রতি এক লক্ষ টাকা ছাড়িয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন মগরাহাটের ছোট ও মাঝারি রুপোর কারিগর ও ব্যবসায়ীরা। কারণ সামনে পুজো। কিন্তু শারদোৎসবের তিন মাস আগেও সেভাবে মিলছে না অর্ডার। মহাজনদের কাছে রুপোর তৈরি সামগ্রী পৌঁছে দেওয়া হলেও, সেগুলি বিক্রি হচ্ছে না। ফলে সেই অর্ডারের টাকাও তাঁরা পাচ্ছেন না। সব মিলিয়ে তীব্র উৎকণ্ঠায় রয়েছে দু’শোর পরিবার। বেশি মাসখানেক আগেই কেজি প্রতি এক লক্ষ টাকার উপরে দাম চড়েছে রুপোর।
কখনও সেটা এক লক্ষ পাঁচ হাজার হচ্ছে, কখনও এক লক্ষ ১০ হাজার। সাধারণত যেসব ব্যবসায়ী মহাজনদের কাছে বিপুল পরিমাণ অর্ডার দেন, তাঁরা দামের ওঠানামার কারণেই সেভাবে আসছেন না। আর যাঁরা আসছেন, তাঁরা অল্প সামগ্রী নিয়েই চলে যাচ্ছেন। এমন অবস্থায় নতুন করে রুপোর গয়না বা অন্যান্য সামগ্রী তৈরি করার অর্ডার নেওয়ার সাহস পাচ্ছেন না অনেকেই। ফলে মগরাহাট দু’নম্বর ব্লকের ধামুয়া উত্তর, ধামুয়া দক্ষিণ ও হোটেলের অঞ্চলের বহু রুপোর কারিগরের পরিবারে কাজকর্ম এখন প্রায় বন্ধের মুখে।
advertisement
advertisement
সৌমেন হালদার, কল্যাণ মণ্ডলের মতো কারিগরদের বক্তব্য, কতদিন এমন পরিস্থিতি চলবে জানি না। এর একটা সুরাহা দরকার। কাজ না পেলে খাব কী! গ্রামের কিছু জায়গায় পুরনো অর্ডারের কাজ চলছে। কোথাও মেশিন বন্ধ একেবারে। মগরাহাট সিলভার ফিলিগ্রি ক্লাস্টার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান বলেন, এখন খুব কঠিন সময় চলছে। ছোট কারিগরদের এক প্রকার কাজ নেই বললেই চলে। কারণ তাঁদের পুঁজি কম। বাড়তি টাকা দিয়ে রুপো কিনতে পারছেন না। তার উপর ব্যাঙ্ক থেকে ঋণও পাচ্ছেন না। তাই আবেদন, সরকার যদি এই অবস্থায় পাশে দাঁড়ায়, তাহলে খুব ভালো হয়।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Silver Price: দাম লক্ষ ছাড়াতেই বন্ধ অর্ডার! সমস্যায় রুপোর কারিগর ও ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement