বোনাস ঘোষণার পরই ইন্ট্রাডেতে নাইকার শেয়ার লাফিয়ে বাড়ল ১১ শতাংশ, ব্যাপক উৎসাহ বিনিয়োগকারীদের!

Last Updated:

বিনিয়োগকারীদের জন্য বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করে নাইকা। এই ঘোষণার পরই নাইকার স্টক বাড়তে শুরু করে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#মুম্বাই: লাফিয়ে বাড়ল নাইকার শেয়ার। সোমবার নাইকার মার্কেটপ্লেস পরিচালনকারী এফএসএনই কমার্স ভেঞ্চার্সের শেয়ার বড়সড় লাফ দেয়। কোম্পানির শেয়ার বিএসই-তে ১১ শতাংশ পর্যন্ত বেড়ে ১,৪১৪ টাকায় পৌঁছে যায়। কিন্তু এই দর বৃদ্ধি স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই পড়তে শুরু করে। শেষ পর্যন্ত যা পুরো ট্রেডিং সেশনে ২.৫৫ শতাংশ বেড়ে ১,৩০৪.৫৫ টাকায় বন্ধ হয়েছে।
বিনিয়োগকারীদের জন্য বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করে নাইকা। এই ঘোষণার পরই নাইকার স্টক বাড়তে শুরু করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বোনাস ইস্যু করার ফলে শুধু কোম্পানির শেয়ার সংখ্যাই বাড়বে। তা বাজার মূলধনকে প্রভাবিত করবে না।
advertisement
advertisement
মানিকন্ট্রোলের এক প্রতিবেদন অনুযায়ী, নাইকা জানিয়েছে, শেয়ার প্রতি ৫ টাকা অনুপাতে শেয়ার হোল্ডারদের জন্য বোনাস শেয়ার ইস্যু করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে কোম্পানিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। বোনাসের রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ৩ নভেম্বর। নাইকা জানিয়েছে, শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ১ টাকা অভিহিত মূল্যের ২,৩৭,২৭,৬১,৮৫০টি ইক্যুইটি শেয়ার ইস্যু করা হবে। তবে, বোনাস ইক্যুইটি শেয়ারের প্রকৃত সংখ্যা রেকর্ড তারিখ অনুযায়ী পরিশোধিত শেয়ার মূলধনের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
advertisement
পরিসংখ্যান বলছে, গত ৫২ সপ্তাহে ভাল ব্যবসা করেছে নাইকার স্টক। ৫২ সপ্তাহের মধ্যে একবার এর শেয়ার ২,৫৭৩.৭০ টাকায় পৌঁছয়। কিন্তু স্থায়ী হয়নি। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে, নাইকার স্টক ৩৭.৪৭ শতাংশ কমেছে। গত ৬ মাসের পরিসংখ্যানে চোখ বোলালেও একই ছবি ধরা পড়ছে। স্টক কমেছে প্রায় ২৭ শতাংশ। গত এক মাসেও নাইকার স্টক নিম্নমুখী, কমেছে ৪.৪৭ শতাংশ। গত বছর, ২৬ নভেম্বর ২০২১ সালে এর স্টক সর্বোচ্চ ২,৫৭৩.৭০ টাকায় পৌঁছয়। ১২ মে ২০২২-এ এক বছরের সর্বনিম্ন ১,২০৮.৪০ টাকায় নেমে গিয়েছিল।
advertisement
কোম্পানির প্রোফাইল: নাইকা সৌন্দর্য, সুস্থতা, ফিটনেস, ত্বক এবং চুলের যত্নের পণ্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে। তবে অফলাইন স্টোরও রয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালের ১০ নভেম্বর নাইকার শেয়ার বিএসই-তে তালিকাভুক্ত হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বোনাস ঘোষণার পরই ইন্ট্রাডেতে নাইকার শেয়ার লাফিয়ে বাড়ল ১১ শতাংশ, ব্যাপক উৎসাহ বিনিয়োগকারীদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement