Ration Card: এবার রেশন কার্ডে যুক্ত করা হবে যৌনকর্মীদের নাম, দেখে নিন কোন কোন রাজ্যে মিলবে এই সুবিধা

Last Updated:

রেশন কার্ড তৈরি করার জন্য আধার কার্ড, সরকারি ব্যাঙ্কের পাসবুক, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের তরফে জারি করা প্রমানপত্র লাগে ৷

#নয়াদিল্লি: করোনার জেরে একাধিক রাজ্যে চলছে লকডাউন ৷ করোনা ও লকডাউনের প্রভাব পড়েছে একাধিক সেক্টরে ৷ বন্ধ রয়েছে কাজ ৷ চাকরি হারিয়েছেন বহু মানুষ ৷ কর্মসংস্থানের অবস্থা বেশ আশঙ্কাজনক ৷  অন্যান্য সেক্টরের মতো লকডাউনে ব্যাপক প্রভাব পড়েছে যৌনকর্মীদের ব্যবসায়ে ৷ গত বছরে সুপ্রিম কোর্টে (Supreme Court) যৌন কর্মীদের জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটি নির্দেশ জারি করেছে ৷ শীর্ষ আদালত প্রত্যেক রাজ্যকে যৌনকর্মীদের রেশন কার্ড তৈরি করে তাদের রেশন দেওয়ার নির্দেশ জারি করেছে ৷ একাধিক রাজ্য এই বিষয়ে পর্যালোচনা শুরু করেছে ৷ একাধিক রাজ্যের পরিস্থিতিতে এখনও কোনও উন্নতি দেখা যায়নি ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে যৌনকর্মীরা রেশন পাচ্ছেন না ৷ এরকম পরিস্থিতিতে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, পঞ্জাব ও দিল্লি-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যৌনকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
যৌনকর্মীরা এখন বিনামূল্যে পেয়ে যাবেন রেশন
দেশের সমস্ত রাজ্য সরকার যৌনকর্মীদের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী, রেশন দেবে ৷ যৌনকর্মীদের এর জন্য অনলাইন এবং অফলাইন দু’রকমের বিকল্প দেওয়া হবে আবেদন করার জন্য ৷ রাজ্য সরকার জেলা প্রশাসনকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ জারি করেছে ৷ রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধিনিয়ম অনুযায়ী যৌনকর্মীদের পরিচয় ও ঠিকানার গোপনীয়তা বজায় রাখা হবে ৷
advertisement
advertisement
ঝাড়খণ্ড সরকার রাজ্যের সমস্ত জেলা প্রশাসনগুলিকে যৌনকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ৷ অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করার সুবিধা রয়েছে ৷ রাজ্যের জেলা সরবরাহ অফিস, ব্লক সরবরাহ অফিস এবং পঞ্চায়েত কার্যালয়ে আবেদন করা যেতে পারে ৷ ঝাড়খণ্ড সরকারের ওয়েবসাইট ও অন্যন্য পোর্টালে আবেদন করা যেতে পারে ৷ ঝাড়খণ্ড সরকারের www.aahar.jharkhand.gov.in ওয়েবসাইটে আবেদন করা যেতে পারে ৷
advertisement
রেশন কার্ড ভারত সরকারের তরফে জারি করা একটি সরকারি প্রমানপত্র ৷ এখানে বাজারের থেকে কম দামে জিনিস কিনতে পারবেন ৷ রেশন কার্ড তৈরি করা রাজ্য সরকারের দরকার ৷ রেশন কার্ড তৈরি করার জন্য আধার কার্ড, সরকারি ব্যাঙ্কের পাসবুক, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের তরফে জারি করা প্রমানপত্র লাগে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card: এবার রেশন কার্ডে যুক্ত করা হবে যৌনকর্মীদের নাম, দেখে নিন কোন কোন রাজ্যে মিলবে এই সুবিধা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement