#মুম্বই: আটদিন একটানা বাড়ার পরে শুক্রবার হঠাৎ ধস শেয়ার বাজারে। ৪১৫.৬৯ অথবা ০.৬৬ শতাংশ নেমে শুক্রবার শেয়ার মার্কেট থামল ৬২,৮৬৮.৫০ পয়েন্টে।
আরও পড়ুন- স্পেনের বিরুদ্ধে জাপানের গোল নিয়ে তুমুল বিতর্ক ! কাঠগড়ায় সেই VAR
শেয়ার মার্কেটের পাশাপাশি ধস নামে নিফটি-তেও। ১১৬.৪ শতাংশ নেমে ১৮, ৬৯৬.১০-এ শেষ হয় বাজার।
শুক্রবার টাকার মূল্যেও হঠাৎ অধঃপতন। ৯ পয়সা পড়ে ডলার প্রতি টাকার মূল্য পৌঁছেছে ৮১.২৮ টাকায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।