SBI গ্রাহকদের জন্য জরুরি খবর, আগামিকাল থেকে ৩ দিন এই সময়ে করা যাবে না কোনও টাকা লেনদেন

Last Updated:

ব্যাঙ্কের তরফে ট্যুইট করে গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের (State Bank of India) গ্রাহকদের জন্য বড় খবর ৷ ৪৪ কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামিকাল থেকে তিনদিন বেশ কয়েক ঘণ্টার জন্য ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা কাজ করবে না ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইট করে গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ৯,১০ ও ১১ অক্টোবর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে ৷ এই পরিষেবাগুলির মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, Yono, Yono Lite ও UPI পরিষেবা সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে সময় সময়ে আপগ্রেড করতে থাকে সিস্টেম ৷
advertisement
এই সময় করতে পারবেন না লেনদেন
এসবিআই ট্যুইট করে জানিয়েছে, ৯ অক্টোবর রাত ১২:২০ থেকে ২:২০ পর্যন্ত এই পরিষেবাগুলি বন্দ থাকবে ৷ ১০ ও ১১ অক্টোবর রাত ১১:২০ থেকে ১:২০ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা ৷ ব্যাঙ্ক তাদের UPI প্ল্যাটফর্ম আপগ্রেড করতে চলেছে ৷ এই সময় গ্রাহকদের ইউপিআই ট্রানজাকশন বন্ধ থাকবে ৷ অর্থাৎ গ্রাহকরা এই সময় কোনওরকমের লেনদেন করতে পারবেন না ৷
advertisement
এর আগেও বন্ধ ছিল পরিষেবা
প্রসঙ্গত, এটা প্রথমবার নয় ৷ এর আগেও সিস্টেম আপগ্রেড করার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ বর্তমানে স্টেট ব্যাঙ্কের Yono অ্যাপে প্রায় ৩.৪৫ কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন ৷ এই অ্যাপে প্রতিদিন প্রায় ৯০ লক্ষ লগইন হয়ে থাকে ৷ ডিসেম্বর ২০২০ ত্রৈমাসিকে এসবিআই ১৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট Yono অ্যাপের মাধ্যমে খুলেছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহকদের জন্য জরুরি খবর, আগামিকাল থেকে ৩ দিন এই সময়ে করা যাবে না কোনও টাকা লেনদেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement