SBI: অ্যাকাউন্ট চেক করে নিন এখনই! এই কারণে আচমকা টাকা কাটছে SBI

Last Updated:

SBI: এই চার্জ প্রতি বছর গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হয়।

SBI। প্রতীকী ছবি
SBI। প্রতীকী ছবি
নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। এসবিআই অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের প্রায় ১৪৭.৫০ টাকা কেটে নেওয়ার মেসেজ আসছে। বিষয়টি নিয়ে অনেক গ্রাহকের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে ব্যাঙ্কের মতে, এই টাকা SBI ডেবিট কার্ডের জন্য কাটা হচ্ছে। ব্যাঙ্ক এটিএম অর্থাৎ ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ কেটে নেয়। প্রতি বছর ব্যাঙ্কের তরফে এই চার্জগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয়।
ব্যাঙ্ক নিজেই টুইটার হ্যান্ডেলে এই তথ্য দিয়েছে। সেখানে বলা হয়েছে, ব্যাঙ্ক থেকে চার্জ হিসাবে ১৪৭ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়েছে।
advertisement
এই চার্জ প্রতি বছর গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হয়। ব্যাঙ্ক থেকে ইস্যু করা প্রতিটি ডেবিট কার্ডের জন্য গ্রাহকদের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ১২৫ টাকা এবং ১৮ শতাংশ জিএসটি অর্থাৎ মোট ১৪৭ টাকা ৫০ পয়সা দিতে হয়।
advertisement
যদি কোনও গ্রাহক ডেবিট কার্ড পরিবর্তন করতে চান, তাহলে ব্যাঙ্ককে তার জন্য ৩০০ টাকা + GST চার্জ দিতে হয়। ডেবিট কার্ডের বার্ষিক খরচ ICICI, HDFC এবং অন্যান্য ব্যাঙ্ক সহ বেশিরভাগ ব্যাঙ্কে একই থাকে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের জেরে এটিএম লেনদেন ব্যর্থ হলে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI গ্রাহককে ২০ টাকা জরিমানা দেয়। এছাড়া এর উপর আলাদাভাবে জিএসটি আরোপ করা হয়।
advertisement
এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কম অ্যাকাউন্ট ব্যালেন্সে লেনদেন ব্যর্থতার জন্য জরিমানা চার্জ করে। ব্যাঙ্কের মতে, আপনার ব্যালেন্স না থাকলে প্রতিটি ব্যর্থ লেনদেনের জন্য আপনাকে ২০ টাকা জরিমানা দিতে হবে। এর সঙ্গে জিএসটিও যুক্ত হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI: অ্যাকাউন্ট চেক করে নিন এখনই! এই কারণে আচমকা টাকা কাটছে SBI
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement