সাবধান! ৪২ কোটি গ্রাহকদের অ্যালার্ট করল SBI, ভুলেও এই কাজগুলি করবেন না....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্টেট ব্যাঙ্কের তরফে অনুরোধ করা হয়েছে গ্রাহকদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার জন্য ৷
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনার অ্যাকাউন্ট থাকলে এই খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের অ্যালার্ট করে জানানো হয়েছে, তারা যেন সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের ফেক মেসেজের চক্করে না পড়েন ৷ গ্রাহকদের একাধিক প্রতারণা চক্র নিয়ে সতর্ক করেছে ব্যাঙ্ক ৷ প্রতারকরা সোশ্যাল মিডিয়ায় ফেক মেসেজ পাঠাচ্ছে গ্রাহকদের ফাঁসানোর জন্য ৷ ব্যাঙ্কের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা এরকম কোনও ধরনের মেসেজ পাঠাচ্ছে না ৷
ব্যাঙ্কের তরফে ট্যুইট করে গ্রাহকদের সাবধান করা হয়েছে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে অনুরোধ করা হয়েছে গ্রাহকদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার জন্য ৷ ভুলেও ফেক মেসেজে ক্লিক করবেন না বা নিজের ব্যাঙ্ক ডিটেল শেয়ার করবেন না ৷ না হলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ ভুলেও কখনও এটিএম পিন, কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না ৷
advertisement
এর আগে স্টেট ব্যাঙ্কের নামে চলা জাল ওয়েবসাইট নিয়েও গ্রাহকদের অ্যালার্ট করা হয়েছিল ৷ ব্যাঙ্কের তরফে এসবিআই গ্রাহকদের এরকম মেসেজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এসবিআই-এর তরফে মাঝেমধ্যেই অ্যালার্ট জারি করা হয়েছে থাকে ৷
advertisement
SBI customers are requested to be alert on Social Media and not fall for any misleading and fake messages.#SBI #StateBankOfIndia #CyberSecurity pic.twitter.com/XQpChKLt67
— State Bank of India (@TheOfficialSBI) November 9, 2020
advertisement
ব্যালেন্স জানার জন্য ব্যাঙ্কে রেজিস্টার মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বরে 9223766666 মিসড কল দিতে হবে ৷ অন্যদিকে 'BAL' লিখে 09223766666 নম্বরে এসএমএস পাঠিয়ে ব্যালেন্স জানতে পারবেন ৷ এই সুবিধা পাওয়ার জন্য আপনার মোবাইল নম্বর ব্যাঙ্কে রেজিস্টার থাকতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2020 12:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাবধান! ৪২ কোটি গ্রাহকদের অ্যালার্ট করল SBI, ভুলেও এই কাজগুলি করবেন না....