SBI Card গ্রাহকদের জন্য বিশেষ উপহার, এই ব্র্যান্ডে মিলবে বিপুল ক্যাশব্যাক ও ডিসকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত ৷
#নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের জন্য একাধিক উপহার নিয়ে হাজির হয়েছে ৷ এই লিস্টে এবার সামিল হয়ে গিয়েছে স্টেট ব্যাঙ্কও ৷ SBI Card গ্রাহকদের বেশ কিছু ব্র্যান্ডে ডিসকাউন্টের পাশাপাশি ক্যাশব্যাকের ও সুবিধা দিচ্ছে ৷ ২০০০ এর বেশি শহরে ১০০০ এর বেশি অফারে SBI Card তাদের গ্রাহকদের উৎসবের মরশুমে কেনাকাটার উপর বিভিন্ন অফার দিচ্ছে ৷ পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত ৷
SBI Card এর এমডি ও সিইও অশ্বিনী কুমার তিওয়ারি জানিয়েছেন, "এই বছর আমরা বড় বড় সংস্থা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মিলে ১০০০ এর বেশি অফার নিয়ে এসেছি ৷ স্টোরে গিয়ে এবং অনলাইনেও এই সুবিধা মিলবে ৷ এছাড়াও ১.৩ লক্ষের বেশি দোকানে EMI-এ জিনিস কেনার সুবিধা দেওয়া হচ্ছে ৷"
পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া SBI অফার চলবে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত। সংশ্লিষ্ট ব্যাঙ্কের এমডি এবং সিইও অশ্বিনী কুমার তিওয়ারি সেই কথা জানিয়ে বলেছেন, কেনাকাটাকে সাধ্যের মধ্যে নিয়ে আসবে এই সব অফার। এ ছাড়াও ১.৩৭ লক্ষ দোকানে ইএমআই-এর ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
advertisement
বেশ কিছু জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড এবং বৈদ্যুতিক গ্যাজেট ব্র্যান্ডের পণ্য কিনলে বাড়তি খরচা ছাড়াই ইএমআই-এর সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। সারা দেশ জুড়ে অফার ছাড়াও থাকছে ছোট শহরের জন্য আঞ্চলিক বেশ কিছু অফার। দুর্গা পুজো, নবরাত্রির কথা মাথায় রেখেই ১৭টি শহরের ১১০০টি স্টোরে দেওয়া হচ্ছে ১২০ রকমের ডিসকাউন্ট। ৪৬টি শহরে নানা আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে SBI কার্ড মারফত কেনাকাটার উপরে ১০ থেকে ৫৫ শতাংশের মধ্যে ছাড় দেওয়া শুরু হয়েছে। অনলাইনে কেনাকাটা কিংবা দোকানে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা মেটানোর সময়ে এই সুযোগ পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
advertisement
দুর্গাপুজো ও নবরাত্রির উপলক্ষ্যে ১,১০০ এর বেশি স্টোরে ক্যাশব্যাক অফার ও ১৭টি শহরে ১২০-র বেশি ডিসকাউন্ট অফার মিলবে ৷ ৪৬ শহরে ১০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি ৭০০-র বেশি হাইপ্রোফাইল অফার দেওয়া হবে ৷

গ্রাহকরা Amazon, Croma, FirstCry, Grofers, Homecentre, More Hypermarket, Pantaloons, Samsung Mobile ও Tata Cliq-সহ Marquee Brands-এ ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2020 8:20 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Card গ্রাহকদের জন্য বিশেষ উপহার, এই ব্র্যান্ডে মিলবে বিপুল ক্যাশব্যাক ও ডিসকাউন্ট