এটা না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কিং পরিষেবা, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক!

Last Updated:

এসবিআই-এর তরফে সময়ের আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।

#নয়াদিল্লি: ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করালে পরিষেবা মিলবে না। সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানানো হয়েছে, নির্বিঘ্নে ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে নির্দিষ্ট সময়ের আগে প্যান ও আধার লিঙ্ক বাধ্যতামূলক। পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য এসবিআই-এর তরফে সময়ের আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
এই নিয়ে একটি ট্যুইট করেছে এসবিআই। সেখানে জানানো হয়েছে, ‘আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা এখন বাধ্যতামূলক। যদি তা না করা হয়, তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ও লেনদেন করার জন্য তা আর ব্যবহার করা যাবে না। তাই নির্বিঘ্ন ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে গ্রাহকদের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে’।
advertisement
advertisement
এসবিআই-এর ওয়েবসাইটেও এই সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ক্রেডিট কার্ডের পরিষেবা পেতেও প্যান ও আধার লিঙ্ক আবশ্যক। সঙ্গে লেখা হয়েছে, ‘১৯৬১ সালের ইনকাম ট্যাক্স অ্যাক্টের ১৩৯ এএ ধারায় আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে ১ এপ্রিল ২০২২ থেকে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। ক্রেডিট কার্ডের নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে প্যান কার্ড চালু রাখা দরকার’।
advertisement
উল্লেখ্য, করোনার জেরে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২১ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স এটাও স্পষ্ট করে দিয়েছে যে যাঁরা নির্দিষ্ট সময়সীমার পরে লিঙ্ক করবেন তাঁদের প্যান ‘আধার নম্বর জানানোর তারিখ থেকে চালু হয়ে যাবে। প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার সরকারের পক্ষ থেকে আধার ও প্যান লিঙ্ক করার ডেডলাইন ঠিক করা হয়েছিল, তার পর থেকে একাধিক বার এই সময়সীমা বাড়ানো হয়েছে।
advertisement
বর্তমানে আধার একটি অতীব গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি কাজ থেকে শুরু করে নিজের ব্যক্তিগত কাজ অবধি- সমস্ত কিছুতে একান্ত জরুরি। প্যান কার্ড প্রয়োজন ব্যাঙ্কের কাজে। প্যান কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় না। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও একান্ত জরুরি। আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক না করালে তাই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে প্যান কার্ড৷ অতএব সময়ের আগে আধার এবং প্যান লিঙ্ক করা একান্ত জরুরি।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এটা না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কিং পরিষেবা, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement