ভুলেও এই কাজটি করবেন না, খালি হয়ে যেতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গ্রাহকরা যত তাড়াতাড়ি ফ্রডের খবর দেবে তত তাড়াতাড়ি তদন্ত শুরু করতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
#নয়াদিল্লি: ফের একবার নিজের ৪২ কোটির বেশি গ্রাহকদের অ্যালার্ট করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ গ্রাহকদের সতর্ক করে এসবিআই এর তরফে বলা হয়েছে যে তারা যেন প্যান, আধার, মোবাইল নম্বর , জন্ম তারিখ, ঠিকানা বা স্বাক্ষরের মতো কোনও গুরুত্বপূর্ণ তথ্য কারোর সঙ্গে শেয়ার না করে ৷
পাশাপাশি যদি কেউ ফ্রেডের শিকার হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি যায় তাহলে অবশ্যই ব্যাঙ্কে বিষয়টি জানান ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যত তাড়াতাড়ি ফ্রডের খবর দেবে তত তাড়াতাড়ি তদন্ত শুরু করতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
ফ্রড থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকুন ৷ মোবাইল ফোনে অথোরাইজড জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করুন যেমন গুগল প্লে স্টোর বা অ্যাপেস স্টোর ৷ কোনও অ্যাপে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য সেভ করে রাখবেন না ৷ অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই রিভিউ পড়ে নিন ৷
advertisement
advertisement
মোবাইল ফোনের সফ্টওয়্যার আপডেট রাখুন ৷ ফরওয়ার্ড হয়ে আসা মেসেজে ক্লিক করবেন না ৷
Sharing happiness is a good idea but sharing personal details online could be risky. #SBI #OnlineSafety #SafetyTips #WednesdayWisdom #ThinkBeforeYouShare pic.twitter.com/YkG5lYk7Je
— State Bank of India (@TheOfficialSBI) June 3, 2020
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2020 10:57 PM IST