৪৪ কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি SBI-র! ভুলেও করবেন না এই তিনটি কাজ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের প্রতিনিধি সেজে ফোন করে গ্রাহকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ৷
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের সমস্ত গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৪৪ টি কোটি গ্রাহকদের জন্য সম্প্রতি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জারি করল অ্যালার্ট ৷ কেওয়াইসি-র নাম করে গ্রাহকদের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের কেওয়াইসি ভেরিফিকেশনের (KYC) নাম করে ফোন করছে প্রতারকরা ৷ স্টেট ব্যাঙ্কের তরফে সমস্ত গ্রাহকদের ৩০ জুন পর্যন্ত কেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হয়েছে ৷ কেওয়াইসি না করালে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের প্রতিনিধি সেজে ফোন করে গ্রাহকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ৷ প্রথমে গ্রাহকদের একটি ম্যাসেজ পাঠানো হচ্ছে ৷ এই ম্যাসেজের ফাঁদে যাতে গ্রাহকরা না পড়ে তাই তাদের সতর্ক করা হয়েছে ৷ কেওয়াইসির জন্য কোনও লিঙ্কে ক্লিক করতে নিষেধ করা হয়েছে ৷ এবং সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে ৷
advertisement
KYC fraud is real, and it has proliferated across the country. The fraudster sends a text message pretending to be a bank/company representative to get your personal details. Report such cybercrimes here: https://t.co/3Dh42ifaDJ#SBI #StateBankOfIndia #CyberCrimeAlert #StaySafe pic.twitter.com/VpODvKp1FD
— State Bank of India (@TheOfficialSBI) June 15, 2021
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে জারি অ্যালার্ট-
১. ভুলেও যে কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না
২. কেওয়াইসি আপডেট করার জন্য ব্যাঙ্কের তরফে লিঙ্ক পাঠানো হয় না
৩. কারোর সঙ্গে ব্যাঙ্ক বা নিজের পার্সোনাল তথ্য শেয়ার করবেন না
করোনা মহামারির জেরে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের কেওয়াইসি ডকুমেন্ট অনলাইন আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ এর জন্য গ্রাহকদের নিজেদের ঠিকানার প্রমান পত্র ও পরিচয় পত্র রেজিস্টার্ড ইমেল বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2021 10:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৪৪ কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি SBI-র! ভুলেও করবেন না এই তিনটি কাজ....