৪৪ কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি SBI-র! ভুলেও করবেন না এই তিনটি কাজ....

Last Updated:

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের প্রতিনিধি সেজে ফোন করে গ্রাহকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের সমস্ত গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৪৪ টি কোটি গ্রাহকদের জন্য সম্প্রতি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জারি করল অ্যালার্ট ৷ কেওয়াইসি-র নাম করে গ্রাহকদের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করল ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের কেওয়াইসি ভেরিফিকেশনের (KYC) নাম করে ফোন করছে প্রতারকরা ৷ স্টেট ব্যাঙ্কের তরফে সমস্ত গ্রাহকদের ৩০ জুন পর্যন্ত কেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হয়েছে ৷ কেওয়াইসি না করালে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের প্রতিনিধি সেজে ফোন করে গ্রাহকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ৷ প্রথমে গ্রাহকদের একটি ম্যাসেজ পাঠানো হচ্ছে ৷ এই ম্যাসেজের ফাঁদে যাতে গ্রাহকরা না পড়ে তাই তাদের সতর্ক করা হয়েছে ৷ কেওয়াইসির জন্য কোনও লিঙ্কে ক্লিক করতে নিষেধ করা হয়েছে ৷ এবং সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে জারি অ্যালার্ট-
১. ভুলেও যে কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না
২. কেওয়াইসি আপডেট করার জন্য ব্যাঙ্কের তরফে লিঙ্ক পাঠানো হয় না
৩. কারোর সঙ্গে ব্যাঙ্ক বা নিজের পার্সোনাল তথ্য শেয়ার করবেন না
করোনা মহামারির জেরে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের কেওয়াইসি ডকুমেন্ট অনলাইন আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ এর জন্য গ্রাহকদের নিজেদের ঠিকানার প্রমান পত্র ও পরিচয় পত্র রেজিস্টার্ড ইমেল বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৪৪ কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি SBI-র! ভুলেও করবেন না এই তিনটি কাজ....
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement