দীপাবলি-ধনতেরসে ঠগদের থেকে সাবধান! গয়না কেনার সময় এই ৫টি জিনিস খেয়াল রাখতে হবে

Last Updated:

সোনা কিনতে গেলে কয়েকটি বিষয়ে খুব সাবধান হতে হবে ৷ জেনে নিন সহজ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স ৷

#কলকাতা: ধনতেরস ও দীপাবলিতে ধন-সমৃদ্ধির জন্য সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয় ৷ সোনা একটা লং টার্ম অ্যাসেট ৷ আচমকা কোনও আর্থিক সমস্যা দেখা গেলে সেই সময় গয়না আপনার সমস্যা দূর করতে পারে ৷ ধনতেরসে বিপুল সংখ্যক মানুষ সোনা ও রুপো কিনে থাকে ৷ আর এই সুযোগে মানুষকে ঠকাতে ফাঁদ পাততে শুরু করে দিয়েছে ঠগীরা ৷ তাই সোনা কিনতে গেলে কয়েকটি বিষয়ে খুব সাবধান হতে হবে ৷ জেনে নিন সহজ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স ৷
কেবল সার্টিফায়েড গোল্ড কিনবেন-
সোনায় ভেজাল থাকার কারণে ঠকে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে ৷ তাই সোনা কেনার সময় খেয়াল রাখতে হবে সোনা যেন অবশ্যই সার্টিফায়েড হয় ৷ সব সময় (Bureau of Indian Standards) হলমার্ক থাকা সোনা কেনা উচিৎ ৷ হলমার্ক ছাড়া আপনাকে শুদ্ধতার কোড, (Purity Code), টেস্টির সেন্টারের চিহ্ণ এবং যে বছর তৈরি হয়েছে সেটা যাতে দেওয়া থাকে এটা খেয়াল রাখতে হবে ৷
advertisement
advertisement
সোনার দাম ক্রস চেক করতে হবে
কেনার সময় অবশ্যই সোনার দাম ক্রস চেক করে নেবেন কারণ সময় সময় সোনার দাম বদল হতে থাকে ৷ আপনি 24K বা 22K বা 18K (K অর্থাৎ ক্যারেট) কত শুদ্ধতার সোনা কিনছেন তার উপর নির্ভর করবে দাম ৷
advertisement
ক্যাশে না কেনায় ভাল, ইনভয়েস অবশ্যই নেবেন
সোনা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইপিআই পেমেন্টের মাধ্যমে কেনা উচিৎ ৷ সোনা কিনলে অবশ্যই ইনভয়েস নিতে হবে ৷ অনলাইনে কিনলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেলিভারি প্যাকেজের সঙ্গে কোনও কারচুপি করা হয়নি ৷
advertisement
সবসময় বিশ্বাসযোগ্য দোকান থেকেই কেনার চেষ্টা করবেন
বিশ্বাসযোগ্য বিক্রেতার থেকে সোনা কেনার চেষ্টা করবেন ৷ অনেক সময় এমন ঘটনা সামনে এসেছে যেখানে বেশি খাদ থাকা সোনা বিক্রি করে মোটা টাকা নিয়েছেন বিক্রেতা ৷ অনেকে আবার বাজার দর থেকে বেশি টাকাও নিয়েছে ৷
রি-সেলিং এবং বাইব্যাক পলিসি অবশ্যই চেক করে নিন
কেনার সময় জেনে নিন যে সোনাটা কিনছেন সেটা বিক্রি করার সময় কত টাকা পাবেন ৷ সাধারণত গয়না রি সেলিং ভ্যালু কিছুটা কমে যায় তবে কয়েনের ক্ষেত্রে এই সমস্যা নেই ৷ সেই সময় বাজারে সোনার যা দাম আপনি সেই টাকায় পাবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি-ধনতেরসে ঠগদের থেকে সাবধান! গয়না কেনার সময় এই ৫টি জিনিস খেয়াল রাখতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement