বাবা-মা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে ১০,০০০ টাকা, নতুন নিয়ম আনতে চলেছে মোদি সরকারে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং বাবা-মায়ের আয়কে মাথায় রেখে এই অ্যামাউন্ট ঠিক করেছে ৷
#নয়াদিল্লি: বাবা-মা ও প্রবীণ নাগরিকদের খেয়াল রাখার জন্য কেন্দ্র সরকার নিয়ে আসতে চলেছে একটি নতুন নিয়ম ৷ The Maintenance & Welfare of Parents & Senior Citizens (Amendment) Bill, 2019 এর উপরে বর্ষাকালীন অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷
সোমবার থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়ে গিয়েছে ৷ ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন (অ্যামেন্ডমেন্ড) বিল কেন্দ্র সরকারের এজেন্ডায় অনেকদিন ধরেই রয়েছে ৷ এই অধিবেশনের শুরুতেই কেন্দ্র সরকার এই বিলটি নিয়ে আসতে চায় ৷
ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন বিল ক্যাবিনেট ডিসেম্বর ২০১৯ সালে পাশ করে দেয় ৷ এই বিলের উদ্দেশ্য হচ্ছে বাবা-মা বা প্রবীণ নাগরিকদের যেন অবহেলা না করা হয় বা ছেড়ে না চলে যায় সন্তানরা ৷ বিলে বাবা-মা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের পাশাপাশি তাঁদের প্রয়োজনীয়তা, সুরক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বলা রয়েছে ৷ সংসদে পেশ করার আগে বিলে একাধিক বদল করা হয়েছে ৷
advertisement
advertisement
এই বিল পাশ হয়ে গিয়ে নিয়ম হয়ে গেলে বাবা মায়ের খেয়াল রাখার জন্য ১০,০০০ টাকা দিতে হবে ৷ স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং বাবা-মায়ের আয়কে মাথায় রেখে এই অ্যামাউন্ট ঠিক করেছে ৷
এই নিয়মে নিজের সন্তান, দত্তক নেওয়া সন্তান এবং সৎ সন্তানদের সামিল করা রয়েছে ৷
টাকা দেওয়ার সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করে দেওয়া হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2021 3:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাবা-মা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে ১০,০০০ টাকা, নতুন নিয়ম আনতে চলেছে মোদি সরকারে