#নয়াদিল্লি: পয়লা নভেম্বর থেকে দেশজুড়ে একাধিক নতুন নিয়ম জারি হতে চলেছে যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়তে চলেছে ৷ গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে ব্যাঙ্ক চার্জ সংক্রান্ত একাধিক নিয়ম এর মধ্যে সামিল রয়েছে ৷ এর পাশাপাশি ভারতীয় রেল ১ নভেম্বর থেকে টাইম টেবলে বদল করতে চলেছে ৷ তাই এখন থেকেই জেনে নিন কী কী বদল হতে চলেছে, না হলে পড়তে হতে পারে বড়সড় সমস্যায় ৷
১. গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের জন্য দিতে হবে OTP- ১ নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পুরো পদ্ধতি বদলাতে চলেছে৷ গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে ৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে ৷
২. BoB গ্রাহকদের দিতে হবে চার্জ- ব্যাঙ্কে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ ৷ BoB এই নিয়ম চালু করতে চলেছে ৷ আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ ৷ সেভিংস অ্যাকাউন্টে তিন বার পর্যন্ত টাকা জমা দেওয়া ফ্রি, কিন্তু চতুর্থ বার টাকা জমা দিতে গেলে ৪০ টাকা দিতে হবে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে ছাড় ৷ টাকা জমা দেওয়ার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷ কিন্তু নির্দিষ্ট লিমিটের বেশি টাকা তোলার ক্ষেত্রে দিতে হবে ১০০ টাকা ৷
৩. বদলাতে চলেছে ট্রেনের টাইম টেবল- ভারতীয় রেল গোটা দেশে ট্রেনের টাইম বদলাতে চলেছে ৷ প্রথমে ১ অক্টোবর থেকে টাইম টেবল বদলানোর কথা ছিল ৷ তবে এবার ১ নভেম্বর থেকে সেই বদল করা হবে ৷ এর জেরে ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময় বদলানো হবে ৷ ৩০টি রাজধানী ট্রেনেরও সময় বদল করা হবে ৷
৪. চন্ডীগড় থেকে নয়াদিল্লি পর্যন্ত চলবে তেজস এক্সপ্রেস- ১ নভেম্বর থেকে প্রত্যেক বুধবার ছাড়া চন্ডীগড় থেকে নয়াদিল্লির মধ্যে চলবে তেজস এক্সপ্রেস ৷ 22425 নয়াদিল্লি-চন্ডীগড় তেজস এক্সপ্রেস দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার সকাল ৯.৪০ মিনিটে ছাড়বে এবং চন্ডীগড় পৌঁছে যাবে দুপুর ১২.৪০ ৷ অন্যদিকে ২.৩৫ চন্ডীগড় থেকে চন্ডীগড়-নয়াদিল্লি তেজস এক্সপ্রেস ছাড়বে এবং দিল্লি পৌঁছে যাবে বিকেল ৫.৩০টায় ৷
৫. বুকিং নম্বর বদলাল ইন্ডেন গ্যাস- ইন্ডেন গ্রাহকরা এবার পুরনো নম্বরে গ্যাস বুকিং করতে পারবেন না ৷ রেজিস্টার্ড গ্রাহকদের কাছে নতুন বুকিং নম্বর ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ আগে দেশের আলাদা আলাদা সার্কেলের জন্য আলাদা নম্বর হত ৷ এবার সবার জন্য একটাই নম্বর হবে ৷ এবার ইন্ডেন গ্যাসের গ্রাহকদের বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস পাঠাতে হবে ৷
৬. বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম- প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ এদিন দাম বাড়তেও পারে বা কমতে পারে ৷ অক্টোবর মাসে অয়েল সংস্থাগুলি কর্মাশিয়াল সিলিন্ডারের দাম বাড়িয়ে ছিল ৷
৭. কেরলে লাগু করা হবে MSP যোজনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gas Booking