হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
আগামিকাল থেকে বদলাতে চলেছে এই নিয়মগুলি, আপনার পকেটে পড়বে প্রভাব

আগামিকাল থেকে বদলাতে চলেছে এই নিয়মগুলি, আপনার পকেটে পড়বে প্রভাব

এখন থেকেই জেনে নিন কী কী বদল হতে চলেছে, না হলে পড়তে হতে পারে বড়সড় সমস্যায় ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পয়লা নভেম্বর থেকে দেশজুড়ে একাধিক নতুন নিয়ম জারি হতে চলেছে যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়তে চলেছে ৷ গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে ব্যাঙ্ক চার্জ সংক্রান্ত একাধিক নিয়ম এর মধ্যে সামিল রয়েছে ৷ এর পাশাপাশি ভারতীয় রেল ১ নভেম্বর থেকে টাইম টেবলে বদল করতে চলেছে ৷ তাই এখন থেকেই জেনে নিন কী কী বদল হতে চলেছে, না হলে পড়তে হতে পারে বড়সড় সমস্যায় ৷

১. গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের জন্য দিতে হবে OTP- ১ নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পুরো পদ্ধতি বদলাতে চলেছে৷ গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে ৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে ৷

২. BoB গ্রাহকদের দিতে হবে চার্জ- ব্যাঙ্কে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ ৷ BoB এই নিয়ম চালু করতে চলেছে ৷ আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ ৷ সেভিংস অ্যাকাউন্টে তিন বার পর্যন্ত টাকা জমা দেওয়া ফ্রি, কিন্তু চতুর্থ বার টাকা জমা দিতে গেলে ৪০ টাকা দিতে হবে ৷ জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে ছাড় ৷ টাকা জমা দেওয়ার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷ কিন্তু নির্দিষ্ট লিমিটের বেশি টাকা তোলার ক্ষেত্রে দিতে হবে ১০০ টাকা ৷

৩. বদলাতে চলেছে ট্রেনের টাইম টেবল- ভারতীয় রেল গোটা দেশে ট্রেনের টাইম বদলাতে চলেছে ৷ প্রথমে ১ অক্টোবর থেকে টাইম টেবল বদলানোর কথা ছিল ৷ তবে এবার ১ নভেম্বর থেকে সেই বদল করা হবে ৷ এর জেরে ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময় বদলানো হবে ৷ ৩০টি রাজধানী ট্রেনেরও সময় বদল করা হবে ৷

৪. চন্ডীগড় থেকে নয়াদিল্লি পর্যন্ত চলবে তেজস এক্সপ্রেস- ১ নভেম্বর থেকে প্রত্যেক বুধবার ছাড়া চন্ডীগড় থেকে নয়াদিল্লির মধ্যে চলবে তেজস এক্সপ্রেস ৷ 22425 নয়াদিল্লি-চন্ডীগড় তেজস এক্সপ্রেস দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার সকাল ৯.৪০ মিনিটে ছাড়বে এবং চন্ডীগড় পৌঁছে যাবে দুপুর ১২.৪০ ৷ অন্যদিকে ২.৩৫ চন্ডীগড় থেকে চন্ডীগড়-নয়াদিল্লি তেজস এক্সপ্রেস ছাড়বে এবং দিল্লি পৌঁছে যাবে বিকেল ৫.৩০টায় ৷

৫. বুকিং নম্বর বদলাল ইন্ডেন গ্যাস- ইন্ডেন গ্রাহকরা এবার পুরনো নম্বরে গ্যাস বুকিং করতে পারবেন না ৷ রেজিস্টার্ড গ্রাহকদের কাছে নতুন বুকিং নম্বর ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ আগে দেশের আলাদা আলাদা সার্কেলের জন্য আলাদা নম্বর হত ৷ এবার সবার জন্য একটাই নম্বর হবে ৷ এবার ইন্ডেন গ্যাসের গ্রাহকদের বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস পাঠাতে হবে ৷

৬. বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম- প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ এদিন দাম বাড়তেও পারে বা কমতে পারে ৷ অক্টোবর মাসে অয়েল সংস্থাগুলি কর্মাশিয়াল সিলিন্ডারের দাম বাড়িয়ে ছিল ৷

৭. কেরলে লাগু করা হবে MSP যোজনা ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Gas Booking