RIL share price at All Time High: এনএসই-তে রেকর্ড, সর্বকালের সর্বোচ্চ দরে বন্ধ হল রিলায়েন্সের শেয়ার!

Last Updated:

RIL share price at All Time High: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-ই একমাত্র ভারতীয় প্রতিষ্ঠান যারা ২০০ বিলিয়ন ডলারের বাজার মূলধনের সীমানা অতিক্রম করে নজির গড়তে পেরেছে।

ফাইল ছবি
ফাইল ছবি
নয়াদিল্লি: পণ্য এবং পরিষেবার প্রশ্নে কোনও দিন এই দেশকে নিরাশ করেনি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সুলভ মূল্যে সর্বোৎকৃষ্ট সামগ্রী তথা পরিষেবা তারা দেশবাসীর হাতে তুলে দিতে বদ্ধপরিকর, প্রযুক্তি থেকে দৈনন্দিন জীবনের প্রয়োজনে, বিলাসে সর্বত্র ব্যাপ্ত এই প্রতিষ্ঠানের অবদান। আর তারই পরিণামে শেয়ার বাজারেও সেরার সেরা নজির গড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সংস্থার মসৃণ বাণিজ্যনীতি ভরসার পরিসর তৈরি করেছে, ফলে শেয়ারের দরও হয়েছে ক্রমশ উর্ধ্বমুখী।
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ তারিখে এনএসই-তে সর্বকালের সর্বোচ্চ দরে বন্ধ হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এই দিন এর দর ছিল ২৮২০.৫০ টাকা। একই সঙ্গে ০.৯৩ শতাংশ মুনাফাও অর্জন করেছে প্রতিষ্ঠান। ইন্ট্রা-ডে ট্রেডিংয়ের দিক থেকে বিচার করলেও নজির গড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার, দর এসে ঠেকেছে ২৮৩৭.৪৫ টাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
এরই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাজার মূলধন এসে দাঁড়িয়েছে বাজার বন্ধের সময়ে ১৯.১ লক্ষ কোটি টাকা বা ২৩২.৮ বিলিয়ন ডলারে। ডলার প্রতি ৮২.০৪ টাকা দরে এই হিসেব পেশ করা হয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-ই একমাত্র ভারতীয় প্রতিষ্ঠান যারা ২০০ বিলিয়ন ডলারের বাজার মূলধনের সীমানা অতিক্রম করে নজির গড়তে পেরেছে।
advertisement
এই বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী সংস্থার মধ্যে ৪২ নম্বরে নিজের জায়গা করে নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টয়োটা, ম্যাকডোনাল্ড, অ্যাস্ট্রাজেনেকা, সিসকো এবং সেলের মতো সংস্থার পাশাপাশি উঠে আসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম।
এশিয়ার নিরিখে বিচার করলে অন্যতম শক্তিশালী সংস্থা হিসেবে ৮ নম্বরে দাঁড়িয়ে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের এই দর বৃদ্ধির নেপথ্যে কয়েকটি কারণ সক্রিয়, যেমন:
advertisement
– ২০২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের বাণিজ্যিক ফলাফল শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ তারিখে ঘোষণা করতে চলেছে সংস্থা।
– পাশাপাশি, সংস্থা তাদের ফিনান্সিয়াল শাখা জিও ফিনান্সিয়াল সার্ভিসকে ডিমার্জ করার লক্ষ্যে তৈরি, বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ তারিখে তা হওয়ার কথা। সমস্ত শেয়ারহোল্ডাররা ১:১ অনুপাতে জেএফএসএল শেয়ার পাবেন বলে খবর।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগেও ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর সর্বোচ্চ রেকর্ড গড়েছে। ২০২২ সালের ২৯ এপ্রিল যেমন এর দর ছিল ২৮৫৬.১৫ টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL share price at All Time High: এনএসই-তে রেকর্ড, সর্বকালের সর্বোচ্চ দরে বন্ধ হল রিলায়েন্সের শেয়ার!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement