Reliance Jio Q1 Results: প্রথম ত্রৈমাসিকে কত লাভ করল রিলায়েন্স জিও? Jio Infocomm-র রিপোর্ট কার্ড কেমন, দেখে নিন এক নজরে

Last Updated:

শুক্রবার, ২১ জুলাই বিকেলে প্রকাশিত হল সেই ফল। জানা গেল Reliance Jio-র নিট মুনাফা জুন ত্রৈমাসিকে বেড়েছে প্রায় ১২ শতাংশ।

প্রথম ত্রৈমাসিকে কত লাভ করল রিলায়েন্স জিও? Jio Infocomm-র রিপোর্ট কার্ড কেমন, দেখে নিন এক নজরে
প্রথম ত্রৈমাসিকে কত লাভ করল রিলায়েন্স জিও? Jio Infocomm-র রিপোর্ট কার্ড কেমন, দেখে নিন এক নজরে
কলকাতা: চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কেমন ফল করল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তা জানার জন্য মুখিয়ে ছিলেন দেশের আগ্রহী জনগণ। শুক্রবার, ২১ জুলাই বিকেলে প্রকাশিত হল সেই ফল। জানা গেল, Reliance Jio-র নিট মুনাফা জুন ত্রৈমাসিকে বেড়েছে প্রায় ১২ শতাংশ।
রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের সমস্ত বিনিয়োগকারীকে এই লাভের অংশ বণ্টন করবে। একটি বোর্ড মিটিংয়ের পর এই অর্থ তুলে দেওয়া হবে তাঁদের হাতে।
ভারতের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটরের নিট মুনাফা ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৬৩ কোটি টাকায়। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৪,৩৩৫ কোটি টাকা।
advertisement
advertisement
শুধু তাই নয়, রাজস্বও ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ২৪,০৪২ কোটি টাকা। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ২১,৮৭৩ কোটি টাকা ৷
Jio Infocomm-এর প্রথম ত্রৈমাসিকে আয়, EBITDA এবং মুনাফা ক্রমিকভাবে ৩ শতাংশ বৃদ্ধি করেছে বলে জানিয়েছে এদিনের ফলাফলে।জিও ইনফোকম প্রথম ত্রৈমাসিকের আয়ের যা রিপোর্ট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রতিটিতে রাজস্ব, EBITDA এবং মুনাফা ক্রমিকভাবে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে Jio-র এই বৃদ্ধি ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে৷
advertisement
মনে করা হচ্ছে Jio Infocomm এই ১৫ শতাংশ (YoY) অপারেটিং মুনাফা বৃদ্ধির জন্য প্রস্তুত। এবার ৫২.৫ শতাংশ প্রজেক্টেড মার্জিন থাকতে পারে, যা আগের ত্রৈমাসিকের ৫২.২ শতাংশের থেকে কিছুটা বেশি।
advertisement
এদিকে শুক্রবার ভারতীয় শেয়ার হ্রাস পেতে দেখা গিয়েছে। তার কারণ হিসেবে মনে করা হচ্ছে শীর্ষ সফ্টওয়্যার পরিষেবা প্রদানকারী Infosis-এর কার্য কলাপ। সংস্থাটির রাজস্ব দৃষ্টিভঙ্গি হ্রাস পেয়েছে। তার পরেই এই ধস৷ তবে ইনডেক্স হেভিওয়েট রিলায়েন্স জিও তার জুন ত্রৈমাসিকের ফলাফলের পরে, শুক্রবার বাজার ঘণ্টার পরে ৩.১০ শতাংশ এগিয়ে রয়েছে৷
advertisement
আর এরই মধ্যে জানা গিয়েছে, সম্প্রতি দেশের বৃহৎ ঋণদাতা SBI-এর চিফ ফিনান্সিয়াল অফিসার পদ থেকে পদত্যাগ করেছেন চরণজিৎ সিং আত্রা। তিনিই Jio Financial Services (JFS)-এ চিফ অপারেটিং অফিসার হিসাবে যোগদান করেছেন৷ ইতিমধ্যেই আত্রা তাঁর LinkedIn প্রোফাইল আপডেট করেছেন৷ ফলে দেশের অর্থনীতিতে একটা বদল আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio Q1 Results: প্রথম ত্রৈমাসিকে কত লাভ করল রিলায়েন্স জিও? Jio Infocomm-র রিপোর্ট কার্ড কেমন, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement