Reliance Retail Ventures : ৩৪৯৭ কোটি টাকায় জাস্ট ডায়াল-এর ৪০.৯৫% স্টেক অধিগ্রহণ করল রিলায়েন্স
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
জাস্ট ডায়াল লিমিটেডের ৪০.৯৫ শতাংশ স্টেক ৩,৪৯৭ কোটি টাকায় অধিগ্রহণ করল রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিডেট (Reliance Retail Ventures) বা আরআরভিএল (RRVL) ৷
মুম্বই : জাস্ট ডায়াল লিমিটেডের ৪০.৯৫ শতাংশ স্টেক ৩,৪৯৭ কোটি টাকায় অধিগ্রহণ করল রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিডেট (Reliance Retail Ventures) বা আরআরভিএল (RRVL) ৷ শুক্রবার এই ঘোষণা করেছেন কর্তৃপক্ষ ৷
জাস্ট ডায়াল-এর প্রতিষ্ঠাতা ভিএসএস মণি-ই ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে পরবর্তী ধাপে কার্যভার সম্পন্ন করবেন বলে জানানো হয়েছে ৷ আরআরভিএল-এর বিনিয়োগ জাস্ট ডায়ালকে বাণিজ্যিক মঞ্চে আরও উন্নত ও বিস্তৃত জায়গায় নিয়ে যাবে বলে জানানো হয়েছে আরআরভিএল-এর তরফে ৷
সংস্থার ডিরেক্টর ইশা অম্বানি বলেছেন, ‘‘ জাস্ট ডায়ালের সহযোগী হতে পেরে রিলায়েন্স রোমাঞ্চিত ৷ ভিএসএস মণি তাঁর নৈপুণ্যে অসাধারণ বাণিজ্য স্থাপন করেছেন ইতিমধ্যেই৷ জাস্ট ডায়ালে আমাদের বিনিয়োগ নতুন বাণিজ্য-পথে আমাদের কয়েক লক্ষ সহযোগী ব্যবসায়ী, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগপতির কাছে ডিজিটাল ইকোসিস্টেমের নতুন দরজা খুলে দেবে ৷ জাস্ট ডায়ালের দক্ষ ম্যানেজমেন্ট দলের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী ৷’’
advertisement
advertisement
‘জাস্ট ডায়াল’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও ভিএসএস মণি বলেছেন, ‘‘ প্রায় ২৫ বছর আগে আমাদের লক্ষ্য ছিল সংযুক্ত একটি মঞ্চ তৈরি করা ৷ যেখানে বিশ্বাসযোগ্য এবং সুসংহত তথ্য খুব দ্রুত ও নিখরচায় পৌঁছে দেওয়া যাবে ব্যবহারকারীদের কাছে ৷ পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়া যাবে ৷ তবে শুধু সন্ধান ও পাওয়ার মধ্যে আমাদের লক্ষ্য সীমাবদ্ধ ছিল না ৷ সেইসঙ্গে বিটুবি প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের কাছে বাণিজ্যকে পৌঁছে দেওয়াও ছিল আমাদের উদ্যোগে কারণ ৷ রিলায়েন্সের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই লক্ষ্যপূরণের পাশাপাশি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ৷’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2021 12:42 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail Ventures : ৩৪৯৭ কোটি টাকায় জাস্ট ডায়াল-এর ৪০.৯৫% স্টেক অধিগ্রহণ করল রিলায়েন্স