Reliance Retail Ventures : ৩৪৯৭ কোটি টাকায় জাস্ট ডায়াল-এর ৪০.৯৫% স্টেক অধিগ্রহণ করল রিলায়েন্স

Last Updated:

জাস্ট ডায়াল লিমিটেডের ৪০.৯৫ শতাংশ স্টেক ৩,৪৯৭ কোটি টাকায় অধিগ্রহণ করল রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিডেট (Reliance Retail Ventures) বা আরআরভিএল (RRVL) ৷

মুম্বই : জাস্ট ডায়াল লিমিটেডের ৪০.৯৫ শতাংশ স্টেক ৩,৪৯৭ কোটি টাকায় অধিগ্রহণ করল রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিডেট (Reliance Retail Ventures) বা আরআরভিএল (RRVL) ৷ শুক্রবার এই ঘোষণা করেছেন কর্তৃপক্ষ ৷
জাস্ট ডায়াল-এর প্রতিষ্ঠাতা ভিএসএস মণি-ই ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে পরবর্তী ধাপে কার্যভার সম্পন্ন করবেন বলে জানানো হয়েছে ৷ আরআরভিএল-এর বিনিয়োগ জাস্ট ডায়ালকে বাণিজ্যিক মঞ্চে আরও উন্নত ও বিস্তৃত জায়গায় নিয়ে যাবে বলে জানানো হয়েছে আরআরভিএল-এর তরফে ৷
সংস্থার ডিরেক্টর ইশা অম্বানি বলেছেন, ‘‘ জাস্ট ডায়ালের সহযোগী হতে পেরে রিলায়েন্স রোমাঞ্চিত ৷ ভিএসএস মণি তাঁর নৈপুণ্যে অসাধারণ বাণিজ্য স্থাপন করেছেন ইতিমধ্যেই৷ জাস্ট ডায়ালে আমাদের বিনিয়োগ নতুন বাণিজ্য-পথে আমাদের কয়েক লক্ষ সহযোগী ব্যবসায়ী, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগপতির কাছে ডিজিটাল ইকোসিস্টেমের নতুন দরজা খুলে দেবে ৷ জাস্ট ডায়ালের দক্ষ ম্যানেজমেন্ট দলের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী ৷’’
advertisement
advertisement
‘জাস্ট ডায়াল’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও ভিএসএস মণি বলেছেন, ‘‘ প্রায় ২৫ বছর আগে আমাদের লক্ষ্য ছিল সংযুক্ত একটি মঞ্চ তৈরি করা ৷ যেখানে বিশ্বাসযোগ্য এবং সুসংহত তথ্য খুব দ্রুত ও নিখরচায় পৌঁছে দেওয়া যাবে ব্যবহারকারীদের কাছে ৷ পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়া যাবে ৷ তবে শুধু সন্ধান ও পাওয়ার মধ্যে আমাদের লক্ষ্য সীমাবদ্ধ ছিল না ৷ সেইসঙ্গে বিটুবি প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের কাছে বাণিজ্যকে পৌঁছে দেওয়াও ছিল আমাদের উদ্যোগে কারণ ৷ রিলায়েন্সের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই লক্ষ্যপূরণের পাশাপাশি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ৷’’
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail Ventures : ৩৪৯৭ কোটি টাকায় জাস্ট ডায়াল-এর ৪০.৯৫% স্টেক অধিগ্রহণ করল রিলায়েন্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement