Reliance Retail: আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ব্র্যান্ড এবার ভারতে, বিরাট সুযোগ এনে দিল Tira
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Reliance Retail: রিলায়েন্স রিটেলের বিউটি প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রশংসিত বিলাসবহুল স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড, অগাস্টিনাস ব্যাডার ইন লঞ্চ করেছে ভারতে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই ব্র্যান্ড প্রিমিয়াম রেঞ্জের এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত৷ এবার থেকে Tira-প্ল্যাটফর্মে এই উন্নতমানের স্কিনকেয়ার রেঞ্জ পাওয়া যাবে৷
মুম্বই: রিলায়েন্স রিটেলের বিউটি প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রশংসিত বিলাসবহুল স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড, অগাস্টিনাস ব্যাডার ইন লঞ্চ করেছে ভারতে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই ব্র্যান্ড প্রিমিয়াম রেঞ্জের এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত৷ এবার থেকে Tira-প্ল্যাটফর্মে এই উন্নতমানের স্কিনকেয়ার রেঞ্জ পাওয়া যাবে৷
বিশ্বখ্যাত স্টেম সেল এবং বায়োমেডিক্যাল বিজ্ঞানী, অধ্যাপক অগাস্টিনাস দ্বারা প্রতিষ্ঠিত ব্যাডার , ব্র্যান্ডটি ২০১৮ সালে চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী একটি জনপ্রিয়তা অর্জন করেছে৷ সেলিব্রিটিদের কাছে এই প্রোডাক্টটি জনপ্রিয়৷ অগাস্টিনাস ব্যাডারের প্রিমিয়াম অফারগুলি Tira-তে পাওয়া যাবে৷ এছাড়াও Tira-তে অত্যাধুনিক স্কিনকেয়ার সামগ্রী পাওয়া যাবে এবং সেখানেই মিলবে আকর্ষণীয় অফার।
advertisement
advertisement
প্রোডাক্ট লঞ্চের সময়, সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও চার্লস রোজিয়ার অগাস্টিনাস ব্যাডারের কথা, ‘আমরা অগাস্টিনাস ব্যাডারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে অবিশ্বাস্যভাবে খুশি, আমাদের বৈজ্ঞানিকভাবে সমর্থিত স্কিনকেয়ার লাইন যা ভারতে প্রিমিয়াম রেঞ্জের এই স্কিন কেয়ার ব্যবহারের সুযোগ করে দেয়৷ Tira-সহ ভারতীয় সৌন্দর্যের বাজার সম্পর্কে বোঝাপড়া, প্রথম পছন্দ ছিল ভারত । Tira-র সঙ্গে এই একচেটিয়া অংশীদারিত্ব আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক৷ আমাদের সঙ্গে আরও সুন্দর হয়ে উঠুন’৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 7:20 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail: আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ব্র্যান্ড এবার ভারতে, বিরাট সুযোগ এনে দিল Tira