Reliance Retail: আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ব্র্যান্ড এবার ভারতে, বিরাট সুযোগ এনে দিল Tira

Last Updated:

Reliance Retail: রিলায়েন্স রিটেলের বিউটি প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রশংসিত বিলাসবহুল স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড, অগাস্টিনাস ব্যাডার ইন লঞ্চ করেছে ভারতে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই ব্র্যান্ড প্রিমিয়াম রেঞ্জের এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত৷ এবার থেকে Tira-প্ল্যাটফর্মে এই উন্নতমানের স্কিনকেয়ার রেঞ্জ পাওয়া যাবে৷

আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ব্র্যান্ড এবার ভারতে
আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ব্র্যান্ড এবার ভারতে
মুম্বই: রিলায়েন্স রিটেলের বিউটি প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রশংসিত বিলাসবহুল স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড, অগাস্টিনাস ব্যাডার ইন লঞ্চ করেছে ভারতে। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই ব্র্যান্ড প্রিমিয়াম রেঞ্জের এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত৷ এবার থেকে Tira-প্ল্যাটফর্মে এই উন্নতমানের স্কিনকেয়ার রেঞ্জ পাওয়া যাবে৷
বিশ্বখ্যাত স্টেম সেল এবং বায়োমেডিক্যাল বিজ্ঞানী, অধ্যাপক অগাস্টিনাস দ্বারা প্রতিষ্ঠিত ব্যাডার , ব্র্যান্ডটি ২০১৮ সালে চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী একটি জনপ্রিয়তা অর্জন করেছে৷ সেলিব্রিটিদের কাছে এই প্রোডাক্টটি জনপ্রিয়৷ অগাস্টিনাস ব্যাডারের প্রিমিয়াম অফারগুলি Tira-তে পাওয়া যাবে৷ এছাড়াও Tira-তে অত্যাধুনিক স্কিনকেয়ার সামগ্রী পাওয়া যাবে এবং সেখানেই মিলবে আকর্ষণীয় অফার।
advertisement
advertisement
প্রোডাক্ট লঞ্চের সময়, সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও চার্লস রোজিয়ার অগাস্টিনাস ব্যাডারের কথা, ‘আমরা অগাস্টিনাস ব্যাডারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে অবিশ্বাস্যভাবে খুশি, আমাদের বৈজ্ঞানিকভাবে সমর্থিত স্কিনকেয়ার লাইন যা ভারতে প্রিমিয়াম রেঞ্জের এই স্কিন কেয়ার ব্যবহারের সুযোগ করে দেয়৷ Tira-সহ ভারতীয় সৌন্দর্যের বাজার সম্পর্কে বোঝাপড়া, প্রথম পছন্দ ছিল ভারত । Tira-র সঙ্গে এই একচেটিয়া অংশীদারিত্ব আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক৷ আমাদের সঙ্গে আরও সুন্দর হয়ে উঠুন’৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail: আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ব্র্যান্ড এবার ভারতে, বিরাট সুযোগ এনে দিল Tira
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement