Reliance Retail-Yousta: ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের জন্য রিলায়েন্স রিটেলের অভিনব উদ্যোগ Yousta; প্রথম স্টোর খুলছে হায়দরাবাদে

Last Updated:

হায়দরাবাদে প্রথম স্টোর খুললেও অন্যান্য গ্রাহকরা এই ব্র্যান্ডের পোশাক কিনতে পারবেন Ajio এবং JioMart-এর মাধ্যমে।

ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের জন্য রিলায়েন্স রিটেলের অভিনব উদ্যোগ Yousta; প্রথম স্টোর খুলছে হায়দরাবাদে
ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের জন্য রিলায়েন্স রিটেলের অভিনব উদ্যোগ Yousta; প্রথম স্টোর খুলছে হায়দরাবাদে
কলকাতা: সামনেই উৎসবের মরশুম। আর এই মরশুমের আগে ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য দারুণ সুখবর। দেশের সবথেকে বড় রিটেলার রিলায়েন্স রিটেল কমবয়সীদের জন্য এনেছে একটি ফ্যাশন রিটেল ফর্ম্যাট। নাম Yousta।
এই ফ্যাশন রিটেল ফর্ম্যাটের প্রথম স্টোরটি খোলা হচ্ছে হায়দরাবাদের শরৎ সিটি মলে। সমসাময়িক আধুনিক প্রযুক্তিগত কায়দায় সাজানো হয়েছে এই স্টোর। এখানে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফ্যাশনেবল জামাকাপড় পেয়ে যাবেন তরুণ প্রজন্মের গ্রাহকরা। দাম বেশ কমই রাখা হয়েছে। যেমন – এখানকার সমস্ত পণ্য মিলবে মাত্র ৯৯৯ টাকার কমে। অবশ্য বেশির ভাগ জামাকাপড়ের দাম আবার ৪৯৯ টাকার কম। হায়দরাবাদে প্রথম স্টোর খুললেও অন্যান্য গ্রাহকরা এই ব্র্যান্ডের পোশাক কিনতে পারবেন Ajio এবং JioMart-এর মাধ্যমে।
advertisement
advertisement
Yousta স্টোরে পুরুষ-মহিলা উভয়ের জন্যই মিলবে পছন্দসই জামাকাপড়। আর সপ্তাহে সপ্তাহে আসবে নতুন নতুন ধারার পণ্য। আসলে Yousta-তে প্রতি সপ্তাহে স্টারিং নাও কালেকশনে থাকবে একেবারে নতুন ধাঁচের পোশাকআশাক। শুধু তা-ই নয়, হালফ্যাশনের পোশাকের পাশাপাশি মিলবে ম্যাচিং অ্যাকসেসরিও।
advertisement
Yousta স্টোরে তথ্য শেয়ারিংয়ের জন্য কিউআর-এনেবলড স্ক্রিন, সেলফ-চেকআউট কাউন্টার, কমপ্লিমেন্টারি ওয়াই-ফাই এবং চার্জিং স্টেশনের মতো একাধিক সুবিধা থাকবে। এখানেই শেষ নয়, Yousta একটি নন-প্রফিট সংস্থার সঙ্গে অংশীদারিত্বও করেছে। সেখানে স্টোরে পুরনো জামাকাপড় দান করা যাবে। যেগুলি কোনও কমিউনিটি প্রোগ্রামের কাজে ব্যবহার করা যাবে। ব্র্যান্ডের স্থায়িত্ব এবং স্থানীয় সম্প্রদায়ের ভাবনা প্রতিফলিত হবে এই ব্র্যান্ডের মধ্যে।
advertisement
রিলায়েন্স রিটেলের ফ্যাশন এবং লাইফস্টাইলের প্রেসিডেন্স ও সিইও অখিলেশ বলেন, “Yousta হল তরুণদের জন্য একটি অত্যন্ত গতিশীল ব্র্যান্ড। এর মধ্যে আমাদের জীবনের ধারাটাও ন্যস্ত রয়েছে। কারণ আমাদের এই ব্র্যান্ড দেশের তরুণ প্রজন্মের সঙ্গে উন্নতি করে এগিয়ে যাবে। তরুণ প্রজন্ম যাতে ফ্যাশনের চাহিদার বিবর্তন সম্পর্কে বুঝতে পারে, তার জন্য একটা টিম হিসেবে আমরা কাজ করে চলেছি। নতুনত্ব এবং প্রাসঙ্গিকতার নিরিখে প্রতিদিনই হবে আমাদের কাছে নতুন। Yousta শুধু তরুণ প্রজন্মের কণ্ঠই হবে না, তার পাশাপাশি এই ব্র্যান্ড তরুণ-তরুণীদের নিজেদের মনের অনুভূতি প্রকাশেও সাহায্য করবে। আসলে আমাদের জন্য তরুণ-তরুণীরাই আসল তারকা।”
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail-Yousta: ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের জন্য রিলায়েন্স রিটেলের অভিনব উদ্যোগ Yousta; প্রথম স্টোর খুলছে হায়দরাবাদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement