#মুম্বই: বিনিয়োগের নিরিখে বিদেশি সংস্থাগুলির অন্যতম ভরসা যে রিলায়েন্স, তা ফের একবার প্রমাণিত ৷ জিও প্ল্যাটফর্মের পর রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও একের পর এক বিদেশি বিনিয়োগ অব্যাহত ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে সংস্থার ১০.০৯ শতাংশ শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ হয়েছে ৷ মাত্র দু’মাসের মধ্যে ৪৭,২৬৫ কোটি টাকা ঘরে তুলতে সক্ষম RRVL ৷ বিভিন্ন ফিন্যান্সিয়াল পার্টনারের সংস্থার সঙ্গে ইক্যুয়িটি শেয়ারের পরিমাণ ৬৯,২৭,৮১,২৩৪ ৷
একের পর এক সংস্থার বিনিয়োগের ফলে রিলায়েন্স রিটেল-এর প্রি-মানি ইক্যুইটি ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে ৪.৫৮৭ লক্ষ কোটি টাকা ৷ RRVL-এর ১০.০৯ শতাংশ শেয়ার বিক্রি করেছে রিলায়েন্স ৷ সবমিলিয়ে যার মূল্য ৪৭,২৬৫ কোটি টাকা ৷
বিদেশি বিনিয়োগকারীদের কাছে লগ্নির সবচেয়ে ভরসার জায়গা হয়ে গিয়েছে রিলায়েন্স রিটেল ৷ গত কয়েক মাসে একাধিক বড় সংস্থা রিলায়েন্স রিটেল-এ লগ্নি করেছে৷ এর মধ্যে রয়েছে সিলভার লেক পার্টনার্স, KKR & Co-এর মতো সংস্থা ৷ সিলভার লেক রিলায়েন্স রিটেল-এর ১.৭৫ শতাংশ ও KKR & Co কিনেছে ১.২৮ শতাংশ শেয়ার৷ এ ছাড়া বেসরকারি ইক্যুইটি সংস্থা জেনারেল অ্যাটলান্টিক পার্টনার্স ৩ হাজার ৬৭৫ কোটি টাকা লগ্নি করছে রিলায়েন্স রিটেল-এ ৷ রিলায়েন্স রিটেল-এর ০.৮৪ শতাংশ শেয়ার কেনার কথা ঘোষণা করেছিল তারা ৷
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ইশা মুকেশ আম্বানি জানান, ‘‘ আমরা গর্বিত RRVL-এর সঙ্গে এই সমস্ত পার্টনারদের পেয়ে ৷ খুবই ভাল লাগছে যে বিভিন্ন সংস্থা আমাদের ব্যবসায় লগ্নি করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ ভারতের রিটেল ব্যবসায় বড় কিছু করতে আগ্রহী আমরা ৷ যাতে লাভবান হন ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও ৷ ’’
তেল থেকে টেলিকম-- দেশের গর্ব তথা বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর রিটেল ব্যবসা দ্রুত এগিয়ে চলছে ৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ালমার্টের ফ্লিপকার্টকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স ৷ গত মে মাসে রিলায়েন্স অনলাইন গ্রসারি পরিষেবা JioMart লঞ্চ করে৷ এই মুহূর্তে রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় রিটেল সংস্থা ৷
আরআরভিএল-এর শাখা সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেড সংগঠিত খুচরো ক্ষেত্রে ভারতের বৃহত্তম, দ্রুততম হারে বর্ধিত এবং সবথেকে মুনাফাজনক সংস্থা। সুপারমার্কেট থেকে শুরু করে কনজিউমর ইলেকট্রনিক্স চেইন বিপণি, পাইকারি ব্যবসা, ফ্যাশন আউটলেট এবং অনলাইন মুদিখানা বিপণি জিওমার্ট পরিচালনা করে তারা। দেশের প্রায় ৭,০০০ শহরে তাদের ১২,০০০-এর কাছাকাছি বিপণি রয়েছে। ফিউচার গোষ্ঠীর পাইকারি ও খুচরো ব্যবসা কিনে নেওয়ার পরে ভারতের সংগঠিত খুচরো ব্যবসা ক্ষেত্রের এক-তৃতীয়াংশ মুকেশ আম্বানির দখলে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Retail