১৮২.১২ কোটি টাকায় Urban Ladder-এর ৯৬ শতাংশ অংশিদারিত্ব কিনল Reliance Retail

Last Updated:

আপাতত ৯৬ শতাংশ অংশিদারিত্ব হাতে নিলেও ভবিষ্যতে আরবান ল্যাডারের একশো শতাংশ মালিকানাই হাতে নিতে পারে রিলায়েন্স রিটেল৷

#মুম্বই: আসবাব এবং গৃহসজ্জার সঙ্গে যুক্ত সংস্থা Urban Ladder-এর ৯৬ শতাংশ অংশীদারিত্ব হাতে নিল Reliance Retail Ventures Ltd(RRVL)৷ ১৮২.১২ কোটি টাকার বিনিময়ে এই অংশিদারিত্ব পেল রিলায়েন্স রিটেল৷
আসবাব এবং গৃহসজ্জার সামগ্রী বিক্রির জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আরবান ল্যাডার৷ ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি ভারতে ব্যবসা শুরু করেছিল আরবান ল্যাডার৷ দেশের বিভিন্ন প্রান্তে তাদের রিটেল স্টোর চেনও রয়েছে সংস্থার৷
আপাতত ৯৬ শতাংশ অংশিদারিত্ব হাতে নিলেও ভবিষ্যতে আরবান ল্যাডারের একশো শতাংশ মালিকানাই হাতে নিতে পারে রিলায়েন্স রিটেল৷ এর জন্য ভবিষ্যতে আরও ৭৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারে রিলায়েন্স রিটেল৷ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে৷
advertisement
advertisement
২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি ভারতে ব্যবসা শুরু করেছিল আরবান ল্যাডার৷ দেশের বিভিন্ন প্রান্তে তাদের রিটেল স্টোর চেন রয়েছে৷
Urban Ladder-এর অংশিদারিত্ব ফলে ক্রেতাদের সামনে আরও নতুন ধরনের পণ্যের সম্ভার নিয়ে হাজির হতে পারবে রিলায়েন্স রিটেল৷ ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে সংস্থার মোট টার্নওভার ছিল যথাক্রমে ৪৩৪ কোটি, ১৫১.২২ কোটি এবং ৫০.৬১ কোটি৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৮২.১২ কোটি টাকায় Urban Ladder-এর ৯৬ শতাংশ অংশিদারিত্ব কিনল Reliance Retail
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement