পরিষেবা আরও উন্নতি করতে ৪৫ হাজার নতুন টাওয়ার বসাচ্ছে জিও !
Last Updated:
পরিষেবা আরও ভাল করতে এখন মরিয়া সংস্থা ৷ তাই এবার অতিরিক্ত টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে জিও ৷
#কলকাতা: জিও এখন সত্যি জিও ! রিল্যায়েন্সের এই মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বাজারে এসেই তাক লাগিয়ে দিয়েছিল ৷ নেট দুনিয়ায় নতুন বিপ্লব তৈরি করেছে জিও ৷ শুরুর দিকে কলিং-এ গ্রাহকদের কিছুটা সমস্যা থাকলেও এখন সেই সমস্যাও মিটেছে ৷ কিন্তু পরিষেবা আরও ভাল করতে এখন মরিয়া সংস্থা ৷ তাই এবার অতিরিক্ত টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে জিও ৷
ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে সংস্থা ফ্রি অফার ৷ কিন্তু তাতে কী ৷ দিন দিন বেড়েই চলেছে জিও সিমের চাহিদা ৷ হাতে জিও সিম থাকা মানেই যেন এখন সেই ব্যক্তি রাজা ৷ ফ্রি-তে কল এবং হাই-স্পিড ইন্টারনেট করার সুযোগ এখন কেউই হাতছাড়া করতে রাজী নন ৷ দিন দিন লাফিয়ে লাফিয়ে তাই বাড়ছে রিল্যায়েন্স জিও-র গ্রাহক। বিনামূল্যে ফোর জি ডেটা ব্যবহার করছেন জিও গ্রাহকরা। এতেই নেটওয়ার্কে বেশ চাপ পড়ছে। কমছে ডেটার স্পিড। আর তাই নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে আগামী ছ’মাসে ৪৫ হাজার টাওয়ার বসানোর পথে হাঁটছে রিল্যায়েন্স জিও। যে কারণে টেলিকম মন্ত্রী মনোজ সিনহার সঙ্গে বৈঠকেও বসেছেন জিও কর্তারা। নতুন টাওয়ার বসানোর জন্য ৪৫ হাজার কোটি টাকা খরচও করতে চলেছে সংস্থা ৷
advertisement
রিল্যায়েন্স আগামী ৪ বছরে ১ লক্ষ কোটি বিনিয়োগ করতে চলেছে। যার একটা বড় অংশ নতুন টাওয়ার বসানোর কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। জিও-র জন্য সংস্থা কম করেও ১০০ মিলিয়ন গ্রাহকের লক্ষ্যমাত্রা রেখেছে। কল ড্রপ বন্ধ করতেও এখন দারুণভাবে উদ্যোগি হয়েছে জিও ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2016 3:43 PM IST