Reliance Jio: গোটা দেশে ট্রু ৫ জি পরিষেবা, কোটি কোটি নতুন গ্রাহক! জিও-র দৌড় অব্যাহত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ ত্রৈমাসিকে সংস্থার নেট লাভের পরিমাণ গত বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৫,২০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে৷
মুম্বাই: ডিসেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকেও রিলায়েন্স জিও-র অগ্রগতি অব্যাহত৷ ইতিমধ্যেই গোটা দেশে ট্রু ৫জি পরিষেবা শুরু করতে পেরেছে জিও৷ সবমিলিয়ে ৯ কোটি গ্রাহক জিও-র ৫জি পরিষেবায় মাইগ্রেট করেছেন৷
গত তিন মাসে নতুন করে আরও ১ কোটি ১০ লক্ষের বেশি গ্রাহক জিও-র পরিষেবা বেছে নিয়েছেন৷ গত বছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের তুলনায় এ বছর ৩.৮ কোটি নতুন গ্রাহক জিও-র সঙ্গে যুক্ত হয়েছেন৷
আরও পড়ুন: রিলায়েন্স জিও-র নিট মুনাফা ১২% বেড়ে হয়েছে ৫,২০৮ কোটি টাকা
advertisement
এ দিন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ ত্রৈমাসিকে সংস্থার নেট লাভের পরিমাণ গত বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৫,২০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে৷
advertisement
মূলত নতুন বিপুল সংখ্যক নতুন গ্রাহক আকর্ষণ করতে পেরেই মুনাফা ঘরে তুলতে সক্ষম হয়েছে জিও৷ বর্তমানে জিও-র মোট গ্রাহক সংখ্যা ৪৭ কোটি ছাড়িয়ে গিয়েছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 7:16 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio: গোটা দেশে ট্রু ৫ জি পরিষেবা, কোটি কোটি নতুন গ্রাহক! জিও-র দৌড় অব্যাহত