Reliance Jio: নেট মুনাফা বৃদ্ধি পেয়ে হল ৫৪৪৫ কোটি টাকা, জিও-র অগ্রগতি অব্যাহত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এপ্রিল-জুন ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬,৪৭৮ কোটি টাকা৷
মুম্বই: এপ্রিল-জুন ত্রৈমাসিকে নেট মুনাফা ১২ শতাংশ বৃদ্ধি হল রিলায়েন্স জিও ইনফোকমের৷ সংস্থার নেট মুনাফা দাঁড়িয়েছে ৫৪৪৫ কোটি৷ গত আর্থিক বছরে ওই একই সময়ে রিলায়েন্স জিও-র মুনাফা ছিল ৪৮৬৩ কোটি টাকা৷
এপ্রিল-জুন ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬,৪৭৮ কোটি টাকা৷ গত বছর একই ত্রৈমাসিকে সংস্থার আয় ছিল ২৪,০৪২ কোটি টাকা৷
advertisement
প্রথম ত্রৈমাসিকের এই ফলাফল সংস্থার অডিট কমিটি রিভিউ করার পাশাপাশি সংস্থার পরিচালন পর্ষদও অনুমোদন করেছে৷ ইতিমধ্যেই ৫জি পরিষেবা শুরু করেছে রিলায়েন্স জিও৷ আগামী দিনে সেই পরিষেবাকে আরও প্রসারিত করার উপরে জোর দিচ্ছে সংস্থা৷
advertisement
সাধারণ মানুষকে সাধ্যের মধ্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে পথচলা শুরু করেছিল রিলায়েন্স জিও৷ বর্তমানে দেশের সবথেকে বৃহৎ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা হয়ে উঠেছে জিও৷ একটি দেশে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে উঠেছে জিও৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2024 8:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio: নেট মুনাফা বৃদ্ধি পেয়ে হল ৫৪৪৫ কোটি টাকা, জিও-র অগ্রগতি অব্যাহত