corona virus btn
corona virus btn
Loading

মুকেশ আম্বানির ভূয়সী প্রশংসা, দেশের অগ্রগতিতে ফেসবুক-জিও-র গাঁটছড়া দুর্দান্ত, বললেন আনন্দ মাহিন্দ্রা

মুকেশ আম্বানির ভূয়সী প্রশংসা, দেশের অগ্রগতিতে ফেসবুক-জিও-র গাঁটছড়া দুর্দান্ত, বললেন আনন্দ মাহিন্দ্রা

জিও-র সঙ্গে ফেসবুকের এই চুক্তিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও ৷

  • Share this:

#মুম্বই: লকডাউনের মধ্যেই ইতিহাস। ভবিষ্যতের লক্ষ্যে বড় পদক্ষেপ। রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার নিল ফেসবুক। ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা ঢালছে মার্ক জুকেরবার্গের সংস্থা। দুনিয়ার সবচেয়ে বেশি ফেসবুক গ্রাহক ভারতে। দুনিয়ার অন্যতম বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই দুই সংস্থা হাত মেলানোয় ডিজিটাল দুনিয়ায় আলোড়নের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষত খুচরো ব্যবসা, ও ডিজিটাল লেনদেনে আরও বড় চমকের অপেক্ষা। ৬ বছর আগে গোটা বিশ্বকে চমকে দিয়ে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। এই চুক্তির পরই ডিজিটাল দুনিয়ায় হোয়াটস অ্যাপ বিপ্লব। লকডাউনে কার্যত গোটা দুনিয়া যখন থমকে, তখন আর এক বিপ্লবের সাক্ষী গোটা দুনিয়া। তবে এবার তার অভিমুখ ভারতে। রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার হাতে নিয়েছে ফেসবুক। শুধু টাকার অঙ্ক নয়, এই চুক্তির মাধ্যমে আরও বড় পরিবর্তন আসতে চলেছে ভারতে। মত প্রযুক্তবিদ ও আর্থিক বিশেষজ্ঞদের।

এই চুক্তির মাধ্যমেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ এল ৷ জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার নিচ্ছে ফেসবুক ৷ মোট ৪৩,৫৭৪ কোটি লগ্নি ফেসবুকের ৷ বুধবার দুই সংস্থাই বিবৃতি দিয়ে চুক্তির কথা জানিয়েছে। বহুদিন ধরেই ভারতীয় বাজারই পাখির চোখ ফেসবুকের। হবে নাই বা কেন? দুনিয়ায় সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রাহক ভারতে ৷  সংস্থার আয়ের বড় অঙ্কই আসে ভারত থেকে ৷ অন্যদিকে রিলায়েন্স জিও দেশের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থা।

জিও-র সঙ্গে ফেসবুকের এই চুক্তিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও ৷ ট্যুইট করে তিনি এদিন বলেন, ‘‘ জিও-র সঙ্গে ফেসবুকের এই চুক্তি শুধু ওই দুই সংস্থার জন্যই নয় ৷ করোনার জন্য এই সঙ্কটের সময় দেশের জন্যই অত্যন্ত আশার খবর ৷ দেশের অগ্রগতিতে এই চুক্তি আরও শক্তি বাড়াবে ৷ ব্র্যাভো মুকেশ !’’

Published by: Siddhartha Sarkar
First published: April 22, 2020, 4:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर