Reliance Industries Q1 Results: প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর নিট মুনাফা ৭৬ শতাংশ বেড়ে ৩০,৭৮৩ কোটি টাকা!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অন্যদিকে জিও-র মুনাফার পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৭১১০ কোটি টাকা৷
প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর নিট মুনাফা প্রায় ৭৬ শতাংশ বেড়ে দাঁড়াল ৩০,৭৮৩ কোটি৷ মূলত এশিয়ান পেইন্টস-এ নিজেদের অংশীদারিত্ব বিক্রির ফলেই একলপ্তে বেড়েছে সংস্থার নিট মুনাফার পরিমাণ৷ এ ছাড়াও গ্রাহক কেন্দ্রিক ব্যবসাগুলিতেও ধারাবাহিক ভাল লেনদেনের ফলেই বেড়েছে মুনাফার পরিমাণ৷
খুচরো এবং ডিজিটাল পরিষেবাগুলিতে ভাল ফলের কারণে সংস্থার সার্বিক রাজস্বের পরিমাণ ৬ শতাংশ বেড়ে ২.৭৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে৷ সংস্থার অপারেটিং প্রফিট ৩৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৮,০২৪ কোটি টাকা৷
অন্যদিকে জিও-র মুনাফার পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৭১১০ কোটি টাকা৷ জিও-র মোট গ্রাহক সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪৯.৮ কোটি৷ জিও-র ট্রু ৫জি পরিষেবার ব্যবহারকারীর সংখ্যাও ২০ কোটি ছাড়িয়ে গিয়েছে৷
advertisement
advertisement
রিলায়েন্স রিটেলের রাজস্বের পরিমাণও ১১.৩ শতাংশ বেড়ে হয়েছে ৮৪,১৭১ কোটি টাকা৷ গোটা দেশে রিলায়েন্স রিটেল স্টোরের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫৯২৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 9:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Industries Q1 Results: প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর নিট মুনাফা ৭৬ শতাংশ বেড়ে ৩০,৭৮৩ কোটি টাকা!