Reliance Industries Limited: ১৫ শতাংশ রাজস্ব বৃদ্ধি, তৃতীয় ত্রৈমাসিকে রিলায়েন্সের নিট মুনাফা ১৭,৮০৬ কোটি টাকা

Last Updated:

এ দিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

রিলায়েন্সের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত।
রিলায়েন্সের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত।
মুম্বাই:  চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট রাজস্বের পরিমাণ দাঁড়াল ২২০,৫৯২ কোটি টাকা। এক বছর আগে যা ছিল ১৯১,২৭১ কোটি টাকা। এ দিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
যদিও গত বছরের তুলনায় সংস্থার মোট লাভের পরিমাণ ১৩.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭,৮০৬ কোটি টাকা। গত বছর এই একই সময়কালে সংস্থার লাভের পরিমাণ ছিল ২০,৫৩৯ কোটি টাকা।
advertisement
রিলায়েন্সের চেয়ারম্য়ান এবং ম্য়ানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'গত বছরের তুলনায় শক্তিশালী অগ্রগতির জন্য় সংস্থার প্রতিটি বিভাগই উল্লেখযোগ্য় অবদান রেখেছেন। কঠিন পরিস্থিতির মধ্য়েও আমাদের প্রতিটি ব্য়বসার সঙ্গে যুক্ত প্রত্য়েকেই খুব ভাল কাজ করেছেন।'
advertisement
রিলায়েন্সের ডিজিটাল এবং টেলিকম ব্য়বসার ক্ষেত্রে জিও গত বছরের তুলনায় ২৮.৬ শতাংশ বেশি লাভ করেছে। চলতি ত্রৈমাসিকের শেষে জিও-র মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৮১ কোটি টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Industries Limited: ১৫ শতাংশ রাজস্ব বৃদ্ধি, তৃতীয় ত্রৈমাসিকে রিলায়েন্সের নিট মুনাফা ১৭,৮০৬ কোটি টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement