RIL Q3 FY 2023: রিলায়েন্স পরিবারের সদস্যদের জন্য বিশেষ কী ঘোষণা করতে চলেছেন মুকেশ আম্বানি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
RIL Q3 Preview | আশা করা হচ্ছে যে শুধুই লাভ-ক্ষতির খতিয়ান নয়, রিলায়েন্স পরিবারের সদস্যদের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য খুশির খবরও থাকতে পারে মুকেশ আম্বানির ভাঁড়ারে।
কলকাতা: সদ্যই সাঙ্গ হয়েছে কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির গোল ধানা। সেই বাগদানের অনুষ্ঠানে রীতি মেনে অতিথিদের গুড় আর ধনেবীজ দিয়ে আপ্যায়ণ করেছেন মুকেশ আম্বানি, তাঁদের ভরিয়ে তুলেছেন নানাবিধ উপহারে। এবার আরেক রীতি উদযাপনের পালা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সদস্যদের জন্য সংস্থার ২০২২-২০২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফল ঘোষণার পালা। আজ, শুক্রবার যা অনুষ্ঠিত হতে চলেছে। আশা করা হচ্ছে যে শুধুই লাভ-ক্ষতির খতিয়ান নয়, পাশাপাশি রিলায়েন্স পরিবারের সদস্যদের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য খুশির খবরও থাকতে পারে মুকেশ আম্বানির ভাঁড়ারে।
বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের পরেই ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবর্ষে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকের যাবতীয় হিসেব পেশ করা হবে, ইতিপূর্বে এক বিবৃতিতে একথা জানিয়েছে ১৬.৭৪,১৮৬ কোটি মূলধন সম্পন্ন দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারহোল্ডার এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন ২০ জানুয়ারি, ২০২২, বিকেল ৩টে ৩০ মিনিটের পরে- এমনটাই জানানো হয়েছে।
advertisement
advertisement
যদিও অনুমান করা হচ্ছে যে ধনকুবের এবার বাণিজ্যিক খাতে সামান্য হলেও রাজস্ব ঘাটতি দর্শাতে পারেন। সংস্থার রেভেনিউ পড়তে পারে ৫.৩ শতাংশ। অর্থাৎ তা ২,৩০,০৫৫ কোটি থেকে নেমে আসতে পারে ২,১৭,৮৩৪ কোটিতে। অবশ্য EBITDA-র দিক থেকে দেখলে ৮ শতাংশ বেড়ে তা ৩৩,৭৪২ কোটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই মনে করা হচ্ছে যে নেট প্রফিট ১৭ শতাংশ বাড়তে পারে। বিগত ত্রৈমাসিকে যা ছিল ১৩,৬৫৬ কোটি, এবার তার পরিমাণ দাঁড়াতে পারে ১৫,৯৯০ কোটি।
advertisement
রিটেল রেভেনিউয়ের ক্ষেত্রেও লাভের কথাই অনুমান করা হচ্ছে। বিগত ত্রৈমাসিকে তা ছিল ৬৪,৯৩৬ কোটি; এবার ৮ শতাংশ বেড়ে পৌঁছে যেতে পারে ৭০,১৪৮ কোটিতে। রিলায়েন্স জিও-র রেভনিউও বেড়ে ২৩,৩৬২ কোটিতে আসার সম্ভাবনা রয়েছে- বিগত ত্রৈমাসিকের ২২,৫২১ কোটির তুলনায় তার বৃদ্ধির হার ৪ শতাংশ। এই খাতে নেট প্রফিট ৫ শতাংশ বেড়ে অঙ্কটা দাঁড়াতে পারে ৪,৭৫৮ কোটি।
advertisement
তবে সংস্থার নেট ডেবটের পরিমাণ কী, রিটেল এবং নতুন শক্তি খাতে বিনিয়োগের পরিমাণই বা কতটা, জিও ফিনান্সিয়াল সার্ভিসের জন্য নতুন কোনও ঘোষণা করা হবে কি না, ৫জি নিয়েই বা কী চিন্তা-ভাবনা চলছে- সেই সব জানতে আপাতত উৎসুক দেশ।
advertisement
অবশ্য, পরিস্থিতি যা-ই থাক, শেয়ারহোল্ডারদের উদ্বেগের কোনও কারণ নেই। গত বছরের শেষে সংস্থার কনসলিডেটেড নেট প্রফিট ১৩,৬৮০ কোটি থেকে এসে ঠেকেছিল ১৩,৬৫৬ কোটিতে। জুলাই মাসে কেন্দ্রের আবগারি শুল্ক বাড়লেও ১৪.৫ শতাংশ বৃদ্ধির মুখ দেখে সংস্থা ঘরে তুলেছিল ৩৪,৬৬৩ কোটি।
একই ভাবে, বেড়েছিল রিলায়েন্স জিওর নেট প্রফিটও। গত বছরের শেষ ত্রৈমাসিকে ২৮ শতাংশ বৃদ্ধি পায় তা, ৩,৫২৮ কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪,৫১৮ কোটিতে। ২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও লাভের ধারা অব্যাহত- ২০ শতাংশ বেড়ে তার পরিমাণ ছিল ২২,৫২১ কোটি।
advertisement
অন্য দিকে, ২০২২ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষের নিরিখে সংস্থা ৮০ শতাংশ শেয়ার বা শেয়ার প্রতি ৮ টাকা ইক্যুইটির লভ্যাংশ ঘোষণা করেছিল। এবার তার পরিমাণ কতটা বাড়ে, সেই আশায় উদগ্রীব রিলায়েন্স পরিবারের সদস্যরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 1:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q3 FY 2023: রিলায়েন্স পরিবারের সদস্যদের জন্য বিশেষ কী ঘোষণা করতে চলেছেন মুকেশ আম্বানি?