Reliance Industries Limited: প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্সের মুনাফা কমল ৬ শতাংশ, গ্রাহক পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুম্বই: চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে গত বছরের তুলনায় ৬ শতাংশ হ্রাস পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল লাভের অঙ্ক ৷ ৬ শতাংশ কমে তা হয়েছে ১৮ হাজার ২৫৮ কোটি টাকা৷ মূলত তেল থেকে রাসায়ণিক তৈরির ক্ষেত্রে ব্যবসায় মন্দার জেরেই কমেছে লাভের অঙ্ক ৷ যদিও সরাসরি ক্রেতা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসা গুলিতে এই শিল্পগোষ্ঠীর আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট রাজস্ব ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের শেষে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩১ হাজার ১৩২ কোটি টাকা, যা গত বছর এই সময়কালে ছিল ২ লক্ষ ৪২ হাজার ৫২৯ কোটি টাকা৷
এর ফলে শেয়ার হোল্ডারদের প্রদেয় লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১৬,০১১ কোটি টাকা৷ গত বছর প্রথম ত্রৈমাসিকের শেষে যা ছিল ১৭,৯৫৫ কোটি টাকা৷
advertisement
advertisement
সংস্থার চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানি বলেন, এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্সের শক্তিশালী পরিচালন এবং আর্থিক লেনদেনই প্রমাণ করে যে আমরা কীভাবে শিল্প এবং গ্রাহক পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায় বিস্তার লাভ করেছি ৷
advertisement
তেল থেকে রাসায়নিক তৈরির ক্ষেত্রে রিলায়েন্সের রাজস্ব আয় গত বছরের তুলনায় ১৭.৭ শতাংশ কমে হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৩১ কোটি টাকা ৷ মূলত অপরিশোধিত তেলের দামে পতনই এর জন্য দায়ী বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 12:33 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Industries Limited: প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্সের মুনাফা কমল ৬ শতাংশ, গ্রাহক পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি