RIL Q4 results: ছাপিয়ে গেল প্রত্যাশাকেও, রিলায়েন্সের নিট মুনাফা বেড়ে হল ১৯,২৯৯ কোটি টাকা

Last Updated:

নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখা সংস্থা৷

মুম্বাই: প্রত্যাশাকে ছাপিয়ে ২০২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিট মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়াল ১৯,২৯৯ কোটি টাকা৷ যা তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় ১৯ শতাংশ বেশি৷ রিলায়েন্স-এর পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতেই এই খবর জানানো হয়েছে৷
নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখা সংস্থা৷ চতুর্থ ত্রৈমাসিকে রিলায়েন্স রিটেলের নিট মুনাফা ১৩ শতাংশ বেড়ে ২৪১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে৷ পাশাপাশি তেল এবং গ্যাস ক্ষেত্রেও গত বছরের তুলনায় সংস্থার আয় বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে৷
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইশা আম্বানি জানিয়েছেন, 'ভারতে খুচরো ব্যবসার ক্ষেত্রে নজিরবিহীন গতিতে এগিয়ে চলেছে রিলায়েন্স রিটেল৷'
advertisement
advertisement
একই ভাবে ৫জি প্রযুক্তিতে ভর করে ক্রেতাদের আরও ভাল পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন রিলায়েন্স জিও ইনফোকম-এর চেয়ারম্যান আকাশ আম্বানি৷
রিলায়েন্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানান, 'আমার বিশ্বাস পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ এবং কৌশলগত পার্টনারশিপ আগামী বছরগুলিতে ভারত সহ গোটা বিশ্বে জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে৷'
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q4 results: ছাপিয়ে গেল প্রত্যাশাকেও, রিলায়েন্সের নিট মুনাফা বেড়ে হল ১৯,২৯৯ কোটি টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement