#মুম্বই: পরিবেশ সুরক্ষিত রাখতে প্লাস্টিকের পুনর্ব্যবহার আবশ্যিক। প্লাস্টিকের নিষ্পত্তি করতে এগিয়ে আসতে হবে সকলকে ৷ আর তাই দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্বিগুণ করতে চলেছে PET পুনর্ব্যবহার ক্ষমতা ৷ এর জন্য অন্ধ্রপ্রদেশে একটি রিসাইকেলড পলিয়েস্টার স্টেপেল ফাইবার (PSF) উৎপাদন ইউনিট তৈরি করা হচ্ছে ৷ এই পদক্ষেপটি RIL এর তরফে প্লাস্টিকের পুনর্ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসার পাশাপাশি পরিবেশ বদলের ছোট্ট প্রয়াসও। পাশাপাশি পুরো পলিয়েস্টার এবং পলিমার ভ্যালু চেইনকে আরও শক্তিশালী করে তোলাও হচ্ছে এর মূল উদ্দেশ্য ।
এই প্রচেষ্টার অংশ হিসেবে শ্রীচক্র ইকোটেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আরআইএলের জন্য একচেটিয়াভাবে নির্মাণ ও পরিচালনা করবে ৷
এই পদক্ষেপের জেরে ভারতের রিসাইক্লিং হার ৯০ শতাংশের বেশি বজায় থাকবে ৷ সংস্থার এই পদক্ষেপ বর্জ্য থেকে সম্পদ তৈরি করার কাজে ব্যবহার করা যাবে ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, পিইটি পুনর্ব্যবহার ক্ষমতা দ্বিগুণ করায় তাদের ব্যবসাকে নেট জিরো কার্বন সামগ্রী ব্যবসায় রূপান্তরিত করতে সুবিধা হবে ৷ RIL সম্পূর্ণ ভ্যালু চেইনের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বনিম্ন সম্ভাব্য খরচে শীর্ষ মানের পণ্য উৎপাদনের জন্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত এবং অন্যান্য সমস্ত রকমের সাহায্য করে চলেছে ৷
আরআইএল বর্তমানে তার বারাবাঙ্কি, হোশিয়ারপুর এবং নাগোথেন প্লান্টে পিইটি বোতল রিসাইকেল করে। পোস্ট-কনজিউমার পিইটি বোতলগুলি পুনরায় পলিয়েস্টার ফাইবার তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়।
বর্তমানে, RIL বছরে ২ বিলিয়নেরও বেশি PET বোতলকে ফাইবারে রূপান্তর করে। শ্রীচক্র ইকোটেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত হওয়ার পর RIL প্রায় ৫ বিলিয়ন ব্যবহৃত PET বোতলগুলিকে ফাইবারে রূপান্তরিত করতে সহায়ক হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PET recycling, Reliance Industries