জিও মিউজিকের সঙ্গে যুক্ত হল Saavn
Last Updated:
এ বার বিলিয়ন-ডালারের মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করতে Saavn মিউজিক অ্যাপের সঙ্গে যুক্ত হল জিও মিউজিক ৷
#মুম্বই: এ বার বিলিয়ন-ডালারের মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করতে Saavn মিউজিক অ্যাপের সঙ্গে যুক্ত হল জিও মিউজিক ৷
রিলায়্যান্স ইন্ডাস্ট্রি লিমিটেড গতকাল Saavn-এর সঙ্গে যুক্তিবদ্ধ হয়েছে ৷ এর ফলে জিও মিউজিক এ বার থেকে আরও বেশি সমৃদ্ধ হবে, আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবে ৷ বিশ্বের সবচেয়ে বড় মিউজিক অ্যাপের সঙ্গে এই চুক্তির জন্য ১০০ মিলিয়ন ডলার খরচ করেছে রিলায়্যান্স ৷ এই চুক্তির ফলে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, লিবার্টি মিডিয়া এবং বার্টেলসম্যান-এর পাশাপাশি Saavn-এর স্টকহোল্ডার হল রিলায়্যান্সও ৷
advertisement
advertisement
শুক্রবার এক বিবৃতিতে রিলায়্যান্সের ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, জিও এবং Saavn-এর গ্রাহকরা এর ফলে উপকৃত হবেন ৷ পাশাপাশই শিল্পী এবং বিজ্ঞাপনদাতারাও এর ফলে অেক সুবিধা পাবেন ৷
দেশ-বিদেশে Saavn এই মুহূর্তে সর্বোচ্চ ডাউনলোডিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম ৷ অন্যদিকে, জিওমিউজিকে রয়েছে ২০টি ভাষায় প্রায় ১৬ মিলিয়ন গান ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2018 10:25 AM IST