জিও মিউজিকের সঙ্গে যুক্ত হল Saavn

Last Updated:

এ বার বিলিয়ন-ডালারের মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করতে Saavn মিউজিক অ্যাপের সঙ্গে যুক্ত হল জিও মিউজিক ৷

#মুম্বই: এ বার বিলিয়ন-ডালারের মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করতে Saavn মিউজিক অ্যাপের সঙ্গে যুক্ত হল জিও মিউজিক ৷
রিলায়্যান্স ইন্ডাস্ট্রি লিমিটেড গতকাল Saavn-এর সঙ্গে যুক্তিবদ্ধ হয়েছে ৷ এর ফলে জিও মিউজিক এ বার থেকে আরও বেশি সমৃদ্ধ হবে, আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবে ৷ বিশ্বের সবচেয়ে বড় মিউজিক অ্যাপের সঙ্গে এই চুক্তির জন্য ১০০ মিলিয়ন ডলার খরচ করেছে রিলায়্যান্স ৷ এই চুক্তির ফলে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, লিবার্টি মিডিয়া এবং বার্টেলসম্যান-এর পাশাপাশি Saavn-এর স্টকহোল্ডার হল রিলায়্যান্সও ৷
advertisement
advertisement
শুক্রবার এক বিবৃতিতে রিলায়্যান্সের ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, জিও এবং Saavn-এর গ্রাহকরা এর ফলে উপকৃত হবেন ৷ পাশাপাশই শিল্পী এবং বিজ্ঞাপনদাতারাও এর ফলে অেক সুবিধা পাবেন ৷
দেশ-বিদেশে Saavn এই মুহূর্তে সর্বোচ্চ ডাউনলোডিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম ৷ অন্যদিকে, জিওমিউজিকে রয়েছে ২০টি ভাষায় প্রায় ১৬ মিলিয়ন গান ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও মিউজিকের সঙ্গে যুক্ত হল Saavn
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement