কর্মীদের ১৪ কোটি টাকা বোনাস...! এই 'স্টার্টআপ' সংস্থা যা করে দেখাল, বড় কোম্পানিগুলোরও স্বপ্ন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bonus: কোয়েম্বাটোরের এআই স্টার্টআপ Kovai.co তাদের ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস দিয়েছে। কেন জানেন?
কোয়েম্বাটোর: ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস! কোয়েম্বাটোরের একটি এআই স্টার্টআপ কোম্পানি এমন কিছু করে দেখিয়েছে, যা বেশিরভাগ স্টার্টআপ শুধু করার স্বপ্নই দেখে। এই কোম্পানির নাম Kovai.co, যারা তাদের ১৪০ জন কর্মচারীকে মোট ১৪ কোটি টাকা বোনাস দিয়েছে।
আরও পড়ুন- চল্লিশেও দেখাবে ‘২৫’! পুতুল-পুতুল ত্বকের জেল্লা ধরে রাখতে চান? এই ‘জাপানি সিক্রেট’ শুনুন…!
advertisement
কোয়েম্বাটোরের নামে নামকরণ করা Kovai.co একটি বিজনেস-টু-বিজনেস (B2B) সফটওয়্যার সলিউশন (SaaS) প্রদানকারী স্টার্টআপ। এটি ২০১১ সালে সারবনকুমার নামে এক প্রযুক্তিবিদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কোম্পানি BBC, Boeing ও Shell-এর মতো বড় কর্পোরেশনকে সেবা প্রদান করছে।
advertisement

কোয়েম্বাটোরের এআই স্টার্টআপ Kovai.co ১৪০ কর্মীকে ১৪ কোটি টাকা বোনাস দিল!
প্রতিষ্ঠাতা সারবনকুমারের সফর—
৪৮ বছর বয়সী সারবনকুমার কোয়েম্বাটোরের বাসিন্দা, তবে ২৫ বছর আগে তিনি লন্ডনে চলে যান। তিনি জানিয়েছেন, ১০ বছর সাধারণ আইটি কর্মচারী হিসেবে কাজ করার পর, তিনি বাজারে একটি শূন্যতা অনুভব করেন এবং এরপর নিজের শহরে একটি কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নেন।
advertisement
Kovai.co কোনও বাইরের বিনিয়োগ ছাড়া সম্পূর্ণ স্বনির্ভর স্টার্টআপ। এই কোম্পানির মূল তিনটি পণ্য হল:
advertisement
advertisement
Kovai.co-র বর্তমান অবস্থা—
বর্তমানে Kovai.co-র বার্ষিক আয় ১৫ মিলিয়ন ডলার এবং কোম্পানির মোট মূল্য ১০০ মিলিয়ন ডলার।
কর্মচারীদের বড় বোনাস কেন?
সারবনকুমার বলেন, “স্টার্টআপে লোকেরা কাজ করে ধনী হওয়ার স্বপ্ন নিয়ে। বেশিরভাগ স্টার্টআপ কর্মীদের শেয়ার দেয়, যা শুধু কাগজে-কলমেই থাকে। কিন্তু আমি আমার কর্মচারীদের বাস্তব কিছু দিতে চেয়েছিলাম। তিন বছর আগে বলেছিলাম, ২০২৫ সালের জানুয়ারিতে তারা ছয় মাসের সমপরিমাণ বোনাস পাবে যদি তারা আমাদের সঙ্গেই থাকে।”
advertisement
সেই প্রতিশ্রুতি রেখেই তিনি ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস দিয়েছেন।
ভবিষ্যৎ লক্ষ্য—
সারবনকুমারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে Kovai.co-কে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করা। তিনি ২০৩০ সালের মধ্যে কোম্পানির রাজস্ব ১০০ মিলিয়ন ডলারে পৌঁছানোর স্বপ্ন দেখছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Coimbatore,Coimbatore,Tamil Nadu
First Published :
February 11, 2025 10:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কর্মীদের ১৪ কোটি টাকা বোনাস...! এই 'স্টার্টআপ' সংস্থা যা করে দেখাল, বড় কোম্পানিগুলোরও স্বপ্ন!