এবার থেকে কয়েন নিলে তিনগুণ বেশি ইনসেন্টিভ দেবে RBI !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে কয়েনে তিনগুণ ইনসেন্টিভ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: আগে ১,২ ও ৫ টাকার কয়েনের বেশ চাহিদা ছিল বাজারে ৷ কিন্তু বর্তমানে ধীরে ধীরে কয়েনের চাহিদা অনেকটাই কমে গিয়েছে ৷ আজকাল কেউই কয়েন নিতে চান না ৷ এর জেরে রিজার্ভ ব্যাঙ্কের কাছে কয়েনের পাহাড় জমে গিয়েছে ৷ এবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে কয়েনে তিনগুণ ইনসেন্টিভ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের ক্লিন নোট পলিসি অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে কয়েন পাঠানো হচ্ছে ৷
বর্তমানে আরবিআই ব্যাঙ্কগুলিকে কয়েনের প্রতি ব্যাগের জন্য ২৫ টাকা ইনসেন্টিভ দিয়ে থাকত ৷ এবার তা বাড়িয়ে ৬৫ টাকা করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কগুলিকে কয়েন নেওয়ার জন্য উৎসাহিত করতে এবং সাধারণের মধ্যে কয়েনের প্রচলন বাড়ানোর জন্য ইনসেন্টিভের টাকা বাড়ানো হয়েছে ৷
RBI এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কগুলি গ্রামীণ এলাকায় এবং ছোট শহরে কয়েন বিতরণের জন্য প্রতি ব্যাগে অতিরিক্ত ১০ টাকা দেওয়া হবে ৷ ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ক্লিন নোট পলিসির জেরে সাধারণ মানুষের মধ্যে কয়েন বিতরণ করার জন্য প্রতি ব্যাগে ২৫ টাকার বদলে ৬৫ টাকা দেওয়া হবে ৷
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছে, কোনও গ্রাহক একবারে এক ব্যাগের বেশি কয়েন নিয়ে থাকলে ব্যাঙ্ককে খেয়াল রাখতে হবে কেবল ব্যবসায়িক লেনদেনের জন্য কয়েন দেওয়া হবে ৷এরকম গ্রাহকদের কেওয়াইসি থাকতে হবে কয়েনের রেকর্ড রাখতে হবে ৷ এই পরিষেবার যাতে কোনও ভাবে অপব্যবহার না হয় তার খেয়াল রাখতে হবে ৷ এমনকি ব্যাঙ্কগুলি ব্যাঙ্কের শাখার বদলে বাড়িতে বা কাজের জায়গায় (ডোরস্টেপ ব্যাঙ্কিং) গিয়ে এই পরিষেবা প্রদান করতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2021 1:27 PM IST