রেকারিং পেমেন্ট আরও সহজ করে তুলতে ই-ম্যান্ডেটের অর্থপ্রদানের সীমা বাড়িয়ে ১৫ হাজার টাকা করল আরবিআই

Last Updated:

সাবস্ক্রিপশন, বিমা প্রিমিয়াম এবং উচ্চ মূল্যের শিক্ষামূলক ফি-এর রেকারিং পেমেন্টকে আরও সুবিধাজনক করে তুলতে এই পদক্ষেপ করা হয়েছে।

#নয়াদিল্লি: সুদের হার বৃদ্ধি-সহ আরও অনেক সিদ্ধান্তের কথা আজ ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)।  রেকারিং পেমেন্টের (Recuirring Payment) ই-ম্যান্ডেটের জন্য টাকা দেওয়ার সীমা বাড়ানো হয়েছে। সাবস্ক্রিপশন, ফি, ইএমআই-এর মতো রেকারিং পেমেন্টের জন্য ই-ম্যান্ডেটের সীমা ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০০ টাকা করে দেওয়া হয়েছে। সাবস্ক্রিপশন, বিমা প্রিমিয়াম এবং উচ্চ মূল্যের শিক্ষামূলক ফি-এর রেকারিং পেমেন্টকে আরও সুবিধাজনক করে তুলতে এই পদক্ষেপ করা হয়েছে।
২০২১ সালের অক্টোবর মাসের শুরুর দিক থেকে রেকারিং পেমেন্টের ক্ষেত্রে আরবিআই-এর নতুন নির্দেশিকার কারণে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল। ব্যাঙ্কগুলি ওই নতুন নির্দেশিকাগুলির জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এখানেই শেষ নয়, ওই নির্দেশিকাগুলি কীভাবে কাজ করে, সে বিষয়ে গ্রাহকরাও ওয়াকিবহাল ছিলেন না। এক রিফ্রেশারের মতে, আরবিআই-এর নতুন নির্দেশিকাগুলির মূল লক্ষ্যই ছিল, রেকারিং পেমেন্ট সম্পর্কে গ্রাহকদের আরও সচেতন এবং শক্তিশালী করা। সেই সঙ্গে গ্রাহকরা যাতে নিজেদের নিরাপদ রাখতে সক্ষম হন, সেই বিষয়টাও এর উদ্দেশ্য ছিল।
advertisement
advertisement
আগে অনেক সমস্যা ছিল
পুরনো নির্দেশিকার কারণে গ্রাহকরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং ৪০ শতাংশেরও বেশি পেমেন্ট ব্যর্থ হয়েছিল। সবার আগে গ্রাহকদের ৫০০০ টাকা পর্যন্ত পেমেন্টের জন্য একটি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন করাতে হত এবং তার পরে পেমেন্টের জন্য একটি ই-ম্যান্ডেট সেট-আপ করতে হত। ৫০০০-এর বেশি পেমেন্টের জন্য গ্রাহককে প্রতিটি পেমেন্টের ক্ষেত্রেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হত। এর ফলে অনেক সমস্যা তৈরি হচ্ছিল এবং এর ফলে গ্রাহক কমে যেতে থাকে। তাই এটাকে আরও সহজ করে তোলার উদ্দেশ্যেই এখন বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে।
advertisement
বেড়েছে রেপো রেটও
এর পাশাপাশি এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছে। প্রায় ৫০ বেসিস পয়েন্ট (.৫০ শতাংশ) রেপো রেট বাড়ানো হয়েছে। এখন রেপো রেট বেড়ে হয়েছে ৪.৯০ শতাংশ। আর রেপো রেট বৃদ্ধির ফলে এখন সব ধরনের ঋণের ক্ষেত্রেই হার বেড়ে যাবে হবে এবং যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। কারণ ইএমআই (EMI)-এর বোঝা আগের তুলনায় আরও বাড়তে চলেছে।
advertisement
আরবিআই যেখানে পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০% করে দিয়েছে, সেখানে স্থায়ী আমানত সুবিধা (SDF)-র দর ৪.১৫% থেকে ৪.৬৫% এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (MSF)-র হার ও ব্যাঙ্ক রেট ৪.৬৫% থেকে বাড়িয়ে ৫.১৫% করা হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেকারিং পেমেন্ট আরও সহজ করে তুলতে ই-ম্যান্ডেটের অর্থপ্রদানের সীমা বাড়িয়ে ১৫ হাজার টাকা করল আরবিআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement