বদলাতে চলেছে টাকা লেনদেনের পদ্ধতি! ডিসেম্বরে লঞ্চ হতে পারে ডিজিটাল কারেন্সি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অনুমান করা হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত এর প্রথম ট্রায়াল শুরু করা হতে পারে ৷
#নয়াদিল্লি: চলতি বছরেই ডিজিটাল কারেন্সি (Digital currency) লঞ্চ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে চলে আসবে ডিজিটাল কারেন্সি ৷ রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) CNBC-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ডিজিটাল মুদ্রার পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হতে পারে ৷
দাস আরও জানিয়েছেন, আরবিআই ডিজিটাল কারেন্সি নিয়ে অত্যন্ত সতর্কতা বজায় রাখছে ৷ এটা কেবল আরবিআই নয়, গোটা দেশের জন্য নয়া প্রোডাক্ট ৷ অনুমান করা হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত এর প্রথম ট্রায়াল শুরু করা হতে পারে ৷ ক্যাশ টাকা ব্যবহার কমে যাওয়ায় এবং ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে মানুষের উৎসাহ দেখে আরবিআই ট্রায়াল শুরু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ৷
advertisement
আরবিআই-এর গর্ভনরের তরফে জানানো হয়েছে, ডিজিটাল মুদ্রা ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে এর কী প্রভাব পড়তে চলেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর টি রবিশঙ্করও ডিজিটাল কারেন্সি লঞ্চ করার সঙ্কেত দিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছিলেন, ডিজিটাল কারেন্সি নিয়ে আসার পদ্ধতি বলা মুশকিল ৷চলতি বছরের শেষে এর মডেল আনার একটি সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছিলেন ৷ চিন, জাপান ও স্যুইডেনের মতো দেশগুলি ইতিমধ্যেই ডিজিটাল কারেন্সির ট্রায়াল শুরু করে দিয়েছে ৷ UK, চিন, আমেরিকা সকলে ডিজিটাল কারেন্সি নিয়ে আসার বিষয়ে ভাবনা চিন্তা করছে ৷
advertisement
advertisement
সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি অর্থাৎ CBDC ক্যাশের ইলেক্ট্রনিক রুপ ৷ ক্যাশের মাধ্যমে যেমন লেনদেন হয় তেমনই ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন করা যাবে ৷ ডিজিটাল কারেন্সি অনেকটাই ক্রিপ্টোকারেন্সির মতোই কাজ করে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2021 12:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলাতে চলেছে টাকা লেনদেনের পদ্ধতি! ডিসেম্বরে লঞ্চ হতে পারে ডিজিটাল কারেন্সি