বদলাতে চলেছে টাকা লেনদেনের পদ্ধতি! ডিসেম্বরে লঞ্চ হতে পারে ডিজিটাল কারেন্সি

Last Updated:

অনুমান করা হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত এর প্রথম ট্রায়াল শুরু করা হতে পারে ৷

#নয়াদিল্লি: চলতি বছরেই ডিজিটাল কারেন্সি (Digital currency) লঞ্চ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে চলে আসবে ডিজিটাল কারেন্সি ৷ রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) CNBC-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ডিজিটাল মুদ্রার পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হতে পারে ৷
দাস আরও জানিয়েছেন, আরবিআই ডিজিটাল কারেন্সি নিয়ে অত্যন্ত সতর্কতা বজায় রাখছে ৷ এটা কেবল আরবিআই নয়, গোটা দেশের জন্য নয়া প্রোডাক্ট ৷ অনুমান করা হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত এর প্রথম ট্রায়াল শুরু করা হতে পারে ৷ ক্যাশ টাকা ব্যবহার কমে যাওয়ায় এবং ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে মানুষের উৎসাহ দেখে আরবিআই ট্রায়াল শুরু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ৷
advertisement
আরবিআই-এর গর্ভনরের তরফে জানানো হয়েছে, ডিজিটাল মুদ্রা ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে এর কী প্রভাব পড়তে চলেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর টি রবিশঙ্করও ডিজিটাল কারেন্সি লঞ্চ করার সঙ্কেত দিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছিলেন, ডিজিটাল কারেন্সি নিয়ে আসার পদ্ধতি বলা মুশকিল ৷চলতি বছরের শেষে এর মডেল আনার একটি সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছিলেন ৷ চিন, জাপান ও স্যুইডেনের মতো দেশগুলি ইতিমধ্যেই ডিজিটাল কারেন্সির ট্রায়াল শুরু করে দিয়েছে ৷ UK, চিন, আমেরিকা সকলে ডিজিটাল কারেন্সি নিয়ে আসার বিষয়ে ভাবনা চিন্তা করছে ৷
advertisement
advertisement
সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি অর্থাৎ CBDC ক্যাশের ইলেক্ট্রনিক রুপ ৷ ক্যাশের মাধ্যমে যেমন লেনদেন হয় তেমনই ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন করা যাবে ৷ ডিজিটাল কারেন্সি অনেকটাই ক্রিপ্টোকারেন্সির মতোই কাজ করে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলাতে চলেছে টাকা লেনদেনের পদ্ধতি! ডিসেম্বরে লঞ্চ হতে পারে ডিজিটাল কারেন্সি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement