RBI: ফের ৫টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল RBI! অ্যাকাউন্ট আছে আপনার?
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
RBI: এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে
নয়া দিল্লি: নিয়ম না মানা ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েই চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। এবার আরও পাঁচ ব্যাঙ্ককে শাস্তি দিয়েছে আরবিআই। এগুলো সবই সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
আরবিআই যে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে রয়েছে ইন্দাপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, দ্য পাটন আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পুনে মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, জনকল্যাণ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্ভেন্টস কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য এই ব্যাঙ্কগুলিকে জরিমানা করেছে।
কোন ব্যাঙ্ককে কত টাকা জরিমানা করা হয়েছে?
পুনের ইন্দাপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক জমা অ্যাকাউন্ট এবং ন্যূনতম ব্যালেন্স রক্ষণাবেক্ষণের নিয়ম উপেক্ষা করার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা করেছে। মুম্বাই-ভিত্তিক জনকল্যাণ সহকারী ব্যাঙ্ক লিমিটেডকে ক্রেডিট তথ্যের নিয়ম না মেনে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কারণে RBI এই ব্যাঙ্ককে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছে।
advertisement
advertisement
ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর নিয়ম উপেক্ষা করার জন্য মহারাষ্ট্রের সাতারার পাটন আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আমানত অ্যাকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত তথ্য না রাখার জন্য পুনে মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সঠিক তথ্য শেয়ার না করার জন্য পুনে মিউনিসিপ্যালকর্পোরেশন সার্ভেন্টস কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট করে বলেছে সমবায় ব্যাঙ্কগুলির কাজকর্মে হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা নেই। কিন্তু নিয়ম উপেক্ষা করায় এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এতে গ্রাহকদের উপর প্রভাব পড়বে না। পাঁচটি ব্যাঙ্কের কাজ স্বাভাবিকভাবে চলবে।
advertisement
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের সীতাপুরে অবস্থিত আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ৭ ডিসেম্বর থেকে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যাঙ্কটির আর্থিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 11:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI: ফের ৫টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল RBI! অ্যাকাউন্ট আছে আপনার?