2000 Currency Notes: ২০০০-এর নোট নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন RBI গভর্নর! নোট বদল নিয়ে কী বললেন?
- Published by:Debamoy Ghosh
- ani
Last Updated:
গত শনিবার রিজার্ভ ব্যাঙ্ক জানায়, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে৷
মুম্বাই: ২০০০ টাকার নোট বাতিল হচ্ছে না। শুধুমাত্র বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে এ দিন এমনই জানালেন করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, অযথা আতঙ্কিত হয়ে ২০০০ টাকার নোট বদলানোর জন্য ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রয়োজন নেই৷ রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, এ ভাবে বাজার থেকে নির্দিষ্ট একটি সিরিজ বা মূ্ল্যের পুরনো নোট প্রত্যাহার করে নেওয়া নতুন কিছু নয়৷ ফলে অযথা এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ার কিছুই নেই৷
advertisement
advertisement
advertisement
গত শনিবার রিজার্ভ ব্যাঙ্ক জানায়, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে৷ আগামিকাল, ২৩ মে থেকে ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ৷ তবে একবারে ২০ হাজার টাকার বেশি বদল করা যাবে না৷
এর পরেই ২০০০ টাকার নোট নিয়ে আমজনতার মনে বিভ্রান্তি তৈরি হয়৷ সেই বিভ্রান্তি কাটাতেই এ দিন সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে বিবৃতি দেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর৷
advertisement
তিনি দাবি করেছেন, এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত সংখ্যায় ২০০০-এর কম মূল্যের নোট রয়েছে৷ ফলে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিলে কোনও সমস্যা যেমন হবে না, ব্যাঙ্কে গিয়ে এই নোট বদল করতেও সাধারণ মানুষের ভোগান্তি হবে না৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 1:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 Currency Notes: ২০০০-এর নোট নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন RBI গভর্নর! নোট বদল নিয়ে কী বললেন?