Bank locker agreement update: ব্য়াঙ্ক লকারের নতুন চুক্তিপত্র এখনও জমা দেননি? গ্রাহকদের বড় স্বস্তি দিল RBI, জারি নয়া নির্দেশ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক জানিয়েছিল, ১ জানুয়ারি ২০২৩ সালের মধ্য়ে লকার পুনর্নবীকরণ চুক্তি শেষ করতে হবে ব্য়াঙ্কগুলিকে।
কলকাতা: ব্য়াঙ্কে যাঁদের লকার ভাড়া নেওয়া রয়েছে, তাঁদের জন্য় সুখবর। লকার ভাড়া নেওয়া গ্রাহকদের সঙ্গে সংশোধিত চুক্তি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল রিজার্ভ ব্য়াঙ্ক।
আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্য়ে ব্য়াঙ্কগুলিকে গ্রাহকদের সঙ্গে লকার ভাড়া দেওয়া সংক্রান্ত চুক্তি পুনর্বীকরণের প্রক্রিয়া শেষ করতে হবে। যার অর্থ, যে গ্রাহকরা এখনও লকার ভাড়া নেওয়ার সংশোধিত চুক্তি জমা করেননি, তাঁরা আরও এক বছর সময় পেয়ে গেলেন।
advertisement
advertisement
এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক জানিয়েছিল, ১ জানুয়ারি ২০২৩ সালের মধ্য়ে লকার পুনর্নবীকরণ চুক্তি শেষ করতে হবে ব্য়াঙ্কগুলিকে। গত অগাস্ট মাসে এই নির্দেশিকা জারি করেছিল আরবিআই।
নতুন নির্দেশিকায় রিজার্ভ ব্য়াঙ্ক জানিয়েছে, 'আরবিআই-এর নজরে এসেছে, এখনও প্রচুর সংখ্য়ক গ্রাহক সংশোধিত চুক্তিপত্র জমা দিতে পারেননি। বহু ক্ষেত্রেই ১ জানুয়ারির মধ্য়ে চুক্তি সম্পাদনের কথা ব্য়াঙ্কগুলি গ্রাহকদের জানাতেও পারেনি।'
advertisement
আরও পড়ুন: লকারে কি সোনা পড়ে রয়েছে? তা-হলে সেটা দিয়েই কিন্তু করা যেতে পারে উপার্জন! দেখে নিন সেই উপায়!
নতুন নির্দেশিকায় ব্য়াঙ্কগুলিকে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্য়ে সব গ্রাহককে লকার ভাড়া নিয়ে সংশোধিত চুক্তি জমা দেওয়ার কথা জানিয়ে দিতে হবে ব্য়াঙ্কগুলিকে। এর পর আগামী ৩০ জুনের মধ্য়ে ৫০ শতাংশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে ৭৫ শতাংশ গ্রাহকের সঙ্গে চুক্তি সেরে ফেলতে হবে।
advertisement
এই নির্দেশিকা অনুযায়ী ব্য়াঙ্কগুলিকেই গ্রাহকদের চুক্তিপত্র সংক্রান্ত স্ট্য়াম্প পেপার দিয়ে সাহায্য় করতে হবে। পাশাপাশি, চুক্তিপত্রের একটি প্রতিলিপি গ্রাহকদেরকেও দিতে হবে।
এমন কি,১ জানুয়ারির মধ্য়ে সংশোধিত চুক্তিপত্র জমা না দেওয়ার জন্য় যদি কোনও গ্রাহকের লকার ফ্রিজ করে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে ফের লকার ব্য়বহারের ছাড়পত্র দিতে হবে গ্রাহককে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
January 24, 2023 8:18 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank locker agreement update: ব্য়াঙ্ক লকারের নতুন চুক্তিপত্র এখনও জমা দেননি? গ্রাহকদের বড় স্বস্তি দিল RBI, জারি নয়া নির্দেশ