ব্যাঙ্কে লকার রয়েছে ? রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা সম্পর্কে জানেন তো ?

Last Updated:

কত দিন পর্যন্ত বাড়ানো হল সময়সীমা -

কলকাতা: ব্যাঙ্কে লকার রয়েছে ? তাহলে আপনার জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক ৷ গত বছর অগাস্ট মাসে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ব্যাঙ্কে লকার থাকলে পয়লা জানুয়ারি ২০২৩ এর মধ্যে সংশোধিত চুক্তি স্বাক্ষর করতে হবে ৷ তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক নতুন চুক্তি রিনিউ না করার জন্য সময়সীমা আরও বাড়ানো হল ৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, কেউ নতুন চুক্তি স্বাক্ষর না করায় যদি ব্যাঙ্কের লকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকলে সেটি এখুনি তুলে নেওয়া হবে ৷
কত দিন পর্যন্ত বাড়ানো হল সময়সীমা -
রিজার্ভ ব্যাঙ্ক একটি বয়ান জারি করে সেফ ডিপোজিট লকার, সেফ কাস্টোডি আর্টিক্যাল ফেসিলিটি নিয়ে নির্দেশ জারি করেছিল ৷ কিন্তু বেশির ভাগ গ্রাহক সংশোধিত চুক্তি স্বাক্ষর না করায় সময় সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৷ ধাপে ধাপে এই কাজ করা হবে ৷ প্রথম পর্যায়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত ৫০ শতাংশ লকারে নয়া চুক্তি স্বাক্ষর করানো হবে ৷ ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৭৫ শতাংশ চুক্তি স্বাক্ষর করানো হবে ৷ সময়ের মধ্যে যাতে এই কাজ সম্পর্ণ করা যায় তার জন্য ব্যাঙ্কগুলিকে সমস্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২১-সালের ৮ আগস্ট সংশোধিত নির্দেশিকা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তা ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। লকার মালিকদের এখন নতুন লকার ব্যবস্থার জন্য তাঁদের যোগ্যতা প্রদর্শন করতে হবে এবং ২০২৩-এর ১ জানুয়ারির আগে স্বাক্ষর করতে হবে নতুন চুক্তিতে। এখন সেই সময়সীমা বাড়ানো হবে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংশোধিত নির্দেশিকা অনুসারে ব্যাঙ্কগুলি নিশ্চিত করবে যেন কোনও অন্যান্য শর্তাবলী লকার চুক্তিতে অন্তর্ভুক্ত না হয়। শুধু তাই নয়, চুক্তির শর্তাবলী যাতে প্রয়োজনের চেয়ে কঠিন না হয় সেটাও লক্ষ্য রাখা হবে। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যেই ব্যাঙ্ক গ্রাহকদের সঙ্গে নতুন লকার চুক্তি নবীকরণ করবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে লকার রয়েছে ? রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা সম্পর্কে জানেন তো ?
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement