EMI Calculator: পার্সোনাল, হোম লোন চলছে? রেপো রেট কমায় প্রতি মাসে কতটা কমবে EMI, দেখুন হিসেব

Last Updated:

রেপো রেট কমানোর অর্থ রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেই সুদের হার কমে ৬.২৫ শতাংশ থেকে ৬ শতাংশ হল৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: বুধবারই রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক৷ রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করা হয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে সস্তা হবে বাড়ি, গাড়ি অথবা পার্সোনাল লোনের ইএমআই, এমনটাই আশা করা হচ্ছে৷
রেপো রেট কমানোর অর্থ রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেই সুদের হার কমে ৬.২৫ শতাংশ থেকে ৬ শতাংশ হল৷ ফলে, ব্যাঙ্কগুলিও পাল্টা গ্রাহকদের সুদের হার কমার সুবিধে দেয়৷
একনজরে দেখে নেওয়া যাক, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ফলে সুদের হার কতটা কমতে পারে৷
advertisement
advertisement
উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও ব্যক্তি এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৩০ বছরের জন্য ৮.৭ শতাংশ সুদের হারে ৫০ লক্ষ টাকা গৃহ ঋণ নিয়েছেন৷ এতদিন তাঁর ইএমআই ছিল ৩৯,১৫৭ টাকা৷ রেপো রেট কমার ফলে যদি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমে ৮.৪৫ শতাংশে দাঁড়ায় সেক্ষেত্রে ইএমআই কমে হবে ৩৮,২৬৯ টাকা৷ এর ফলে ঋণগ্রহীতার মাসে ৮৮৮ টাকা করে বাঁচবে৷
advertisement
যদি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.২০ শতাংশে দাঁড়ায় তাহলে ইএমআই দাঁড়াবে ৩৭৩৮৮ টাকা৷ এর ফলে প্রতি মাসে ঋণগ্রহীতার ১৭৬৯ টাকা করে সাশ্রয় হবে৷
অর্থাৎ যদি সুদের হার মাত্র ০.৫ বেসিস পয়েন্ট কমে তাহলেই উপরে দেওয়া হিসেব অনুযায়ী বছরে ২১ হাজার টাকার বেশি সাশ্রয় করা সম্ভব৷ যাঁরা ২০ অথা ৩০ বছরের দীর্ঘমেয়াদী ঋণ নিয়েছেন, তাঁদের কাছে এই অঙ্কটা বিরাট৷
advertisement
তবে এটি নিছকই একটি উদাহরণ৷ রেপো রেট কমার সুবিধে গ্রাহকরা কতটা পাবেন, তা অনেকটাই নির্ভর করে ব্যাঙ্কগুলির ইএমআই-এ সুদের হার কতটা কমাবে সেই সিদ্ধান্তের উপরে৷
কারও যদি ৫ বছরের জন্য ১২ শতাংশ সুদের হারে ৫ লক্ষ টাকার পার্সোনাল লোন চলে, তাহলে ০.২৫ শতাংশ সুদের হার কমলে ইএমআই ১১২৮২ টাকা থেকে কমে দাঁড়াবে ১১,১৪৯ টাকা৷ অর্থাৎ, প্রতি মাসে ১৩৩ টাকা করে সাশ্রয় হবে৷
advertisement
যাঁদের ইতিমধ্যেই লোন চলছে, তাঁদের ঋণ যদি ফ্লোটিং ইন্টারেস্টে রেটে নেওয়া থাকে সেক্ষেত্রে তাঁরা রেপো রেট কমার সুবিধে পাবেন৷ কিন্তু যদি ফিক্সড ইন্টারেস্ট রেটে ঋণ নেওয়া থাকে, তাহলে রেপো রেট কমলেও ইএমআই অপরিবর্তিত থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EMI Calculator: পার্সোনাল, হোম লোন চলছে? রেপো রেট কমায় প্রতি মাসে কতটা কমবে EMI, দেখুন হিসেব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement