Bank Holiday: ৩১ মার্চের ছুটি বাতিল, অর্থবর্ষের শেষ দিনে খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক, নির্দেশিকা জারি করল RBI

Last Updated:

Bank Holiday: আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে সরকারি রাজস্ব সংগ্রহে কোনও প্রভাব পড়বে না। কার্যক্রম চালু থাকবে।

News18
News18
৩১ মার্চের ছুটি বাতিল করে দিল আরবিআই। ওই দিন সব ব্যাঙ্ক খোলা থাকবে। আরবিআই জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিনে যাতে ব্যাঙ্কিং পরিষেবায় বিঘ্ন না ঘটে এবং সমস্ত সরকারি লেনদেন সঠিক সময়ে সম্পন্ন হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩১ মার্চ রমজান। বেশিরভাগ রাজ্যেই ছুটি। বন্ধ থাকে ব্যাঙ্কও। শুধু হিমাচল প্রদেশ এবং মিজোরামে খোলা থাকে। কিন্তু ওই দিন অর্থবর্ষের শেষ দিন হওয়ায় সমস্ত সরকারি রাজস্ব, লেনদেন এবং অন্যান্য আর্থিক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে চায় সরকার। যাতে নতুন অর্থবর্ষের শুরুতে কোনও সমস্যা না হয়।
advertisement
advertisement
আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চ ব্যাঙ্কে আয়কর, জিএসটি, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি সহ সরকারি কর প্রদানের কাজ চালু থাকবে। সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অবসরভোগীদের পেনশন ও ভর্তুকি দেওয়া হবে। সরকারি প্রকল্প ও ভর্তুকি সংক্রান্ত অন্যান্য লেনদেনও স্বাভাবিক থাকবে।
advertisement
পরের দিন অর্থাৎ ১ এপ্রিল, মঙ্গলবার অ্যানুয়াল অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বেশিরভাগ রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশ ছাড়া। এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে। তবে অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। কর জমা, ফান্ড ট্রান্সফার সহ অন্যান্য ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তবে গ্রাহকদের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে লেনদেন করতে গিয়ে অসুবিধায় পড়তে না হয়।
advertisement
আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে সরকারি রাজস্ব সংগ্রহে কোনও প্রভাব পড়বে না। কার্যক্রম চালু থাকবে। ব্যাঙ্কিং পরিষেবাও স্বাভাবিক থাকবে। অর্থবর্ষের শেষ দিনে জরুরি লেনদেন সময়মতো সম্পন্ন করতে কোনও সমস্যা হবে না। ব্যাঙ্কিং গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে তাঁরা ৩১ মার্চ ও ১ এপ্রিলের পরিবর্তন মাথায় রেখে আগেভাগেই তাঁদের ব্যাঙ্কিং কাজ পরিকল্পনা করুন, যাতে কোনো অসুবিধা না হয়। প্রসঙ্গত, গত অর্থবর্ষেও ৩১ মার্চ, ২০২৪ (রবিবার) সমস্ত ব্যাঙ্কের ছুটি বাতিল করা হয়েছিল। চালু ছিল কাজ।
advertisement
প্রসঙ্গত, নতুন ৫০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। এতে নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার সাক্ষর থাকবে। ২০২৪ সালের ডিসেম্বরে শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সঞ্জয়। আরবিআই জানিয়েছে, নতুন নোট বর্তমানে চালু মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ৫০ টাকার নোটের মতোই দেখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday: ৩১ মার্চের ছুটি বাতিল, অর্থবর্ষের শেষ দিনে খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক, নির্দেশিকা জারি করল RBI
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement