Should You Stop Your SIP : শেয়ার বাজারে ভরাডুবি, এখন কি SIP বন্ধ করে দেওয়া উচিত? সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলো মাথায় রাখুন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Should You Stop Your SIP : নতুন এসআইপি রেজিস্ট্রেশনের তুলনায় ৫.১৪ লাখের বেশি পুরনো এসআইপি বন্ধ হয়েছে। এটা কী শেষের শুরু?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেক বিনিয়োগকারী ছোট এসআইপি বন্ধ করে বড় এসআইপি শুরু করেন। আবার অনেক সময় পোর্টফোলিওতে ভারসাম্য আনতে এবং রিটার্ন বাড়াতে কিছু এসআইপি বন্ধ করা হয়। মাথায় রাখতে হবে, এসআইপি বন্ধ করা মানে এই নয় যে সেই বিনিয়োগকারী বাজার থেকে চলে গেলেন। এটা বোঝা জরুরি, মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এখনও রয়েছে।
advertisement
advertisement
এখন যদি কেউ মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি স্কিমে এসআইপি শুরু করেন, তাহলে কম দামে বেশি ইউনিট পাবেন। শেয়ারের দাম কমার কারণে ইউনিটের নেট অ্যাসেট ভ্যালু কমেছে। ফলে একই টাকা বিনিয়োগ করে আগের চেয়ে বেশি ইউনিট কেনা যাবে। দীর্ঘমেয়াদে রিটার্ন অনেক বেড়ে যাবে। তাই এসআইপি বন্ধ না করে নতুন এসআইপি শুরু করার কথা ভাবা উচিত।







