গ্রাহকদের জন্য বড় ধাক্কা, লকডাউনের মধ্যে এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সিকেপি কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা৷ সম্প্রতি এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৷
#মুম্বই: সিকেপি কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা৷ সম্প্রতি এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৷ মানিকন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, এই সিদ্ধান্তের জেরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের বড় সঙ্কটের মুখে পড়তে হবে ৷ ব্যাঙ্কের ৪৮৫ কোটি টাকার এফডি ও আটকে গিয়েছে ৷
সূত্রের খবর অনুযায়ী, এই ব্যাঙ্কের নেটওয়ার্থ পড়ে যাওয়ায় লাইসেন্স বাতিল হওয়ার মূল কারণ ৷ অপারেশনাল লাভ হলেও নেটওয়ার্থ পড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
মুম্বইয়ের দাদরে CKP-Bank এর হেড অফিস ৷ ব্যাঙ্কের লোকসান বাড়তে থাকায় নেটওয়ার্থ পড়তে থাকে ৷ এর জেরে ২০১৪ সালে ব্যাঙ্কের লেনদেনে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এরপর থেকে ব্যাঙ্কের লোকসান কম করার একাধিক পদক্ষেপ নেওয়া হয় ৷
advertisement
advertisement
সুদের হার কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয় ৷ বেশ কিছুজন তাদের এফডি শেয়ারে ইনভেস্ট করে ৷ এর ফলে কিছুটা লাভ হয় ৷ ব্যাঙ্কের লোকসান অনেকটাই কমেছিল কিন্তু এর মাঝে আরবিআই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেওয়ায় বিনিয়োগকারীদের বড় সমস্যার মুখে ফেলে দিয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 5:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য বড় ধাক্কা, লকডাউনের মধ্যে এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI