পুরনো নোট, কয়েন বিক্রি করে কোটিপতি হতে চান? RBI-এর এই সতর্কবার্তা না জানলে বিপদ!

Last Updated:

ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট ও কয়েন কেনাবেচা হয়। এর মধ্যে বেশিরভাগ সাইটই ভুয়ো।

কলকাতা: মানুষকে ঠকাতে নিত্য নতুন উপায় উদ্ভাবন করে প্রতারকরা। অসতর্কতা, শখ বা লোভের সুযোগ নিয়ে ফাঁকা করে আমজনতার পকেট। এখন পুরনো নোট আর কয়েন বিক্রি করে লাখ লাখ টাকা উপার্জনের নয়া ফাঁদ পেতেছে প্রতারকরা।
ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট ও কয়েন কেনাবেচা হয়। এর মধ্যে বেশিরভাগ সাইটই ভুয়ো। এরা রিজার্ভ ব্যাঙ্কের নাম এবং লোগো ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে। তাই এই ধরনের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছে আরবিআই।
advertisement
advertisement
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বলছে, পুরনো নোট বা কয়েনের সঙ্গে নিলামের কোনও সম্পর্ক নেই। রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কাজ করে না। রিজার্ভ ব্যাঙ্কের নাম ভাঁড়িয়ে কেউ এই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো উচিত। কেউ যদি পুরনো নোট বা কয়েন বিক্রি করতে চান, তবে তাঁকে অবশ্যই আরবিআই-এর নির্দেশিকা জানতে হবে।
advertisement
লাখ লাখ টাকা উপার্জনের লোভ: ‘পুরনো নোট বা কয়েন বিক্রি করে লাখ লাখ টাকা উপার্জন করুন’। আজকাল অনলাইন এবং অফলাইনে এমন বিজ্ঞাপন ব্যাপক দেখা যায়। অনেক সাইট আবার আরবিআই-এর নামও ব্যবহার করে। এমন হাবভাব দেখায় যেন তারা রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত সংস্থা। যখন কেউ তাদের কাছে পুরনো নোট বা কয়েন নিলাম করতে আসেন, তখন ঠগরা চার্জ, কমিশন বা ট্যাক্স আকারে টাকা দাবি করে। এই ফাঁদে পা দিয়ে অনেকেরই মোটা টাকা গচ্চা গিয়েছে।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক বলছে, নিরাপদে থাকুন: রিজার্ভ ব্যাঙ্কের নামে এই প্রতারণামূলক অনলাইন প্ল্যাটফর্মগুলি ব্যবহার না করার জন্য আবেদন জানিয়েছে আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্পষ্ট করেছে যে কোনও প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তিকে নোট বা কয়েন নিলাম করে লেনদেনের ফি সংগ্রহ করার অধিকার দেওয়া হয়নি। জনগণকে এধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। কেউ যদি নোট নিলামের বাহানায় আরবিআই-এর নামে কমিশন দাবি করে, তাহলে সাধারণ মানুষ সাইবার সেলে অভিযোগ জানাতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুরনো নোট, কয়েন বিক্রি করে কোটিপতি হতে চান? RBI-এর এই সতর্কবার্তা না জানলে বিপদ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement