হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

  • 18

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    গত বছরের ধনতেরসের সময়ের ঘটনা। রাজধানীর এক মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত চেনাজানা সবাইকে জানিয়েছিলেন যে পারিবারিক সোনার গয়না বিক্রি করতে গিয়ে তাঁকে কতটা নাকাল হতে হয়েছে! কেন না, রসিদ ছাড়া কোনও দোকান সেই গয়না কিনতে রাজি হয়নি। প্রশ্নটা এখানে দুতরফা বিশ্বস্ততার- অর্থাৎ জিনিসটা সত্যিই পারিবারিক কি না এবং সোনাও কতটা খাঁটি!

    MORE
    GALLERIES

  • 28

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    পারিবারিক গয়নার রসিদ না থাকাটাই স্বাভাবিক, আমাদের সবার ঘরে। পুরনো সোনার গয়নায় হলমার্ক থাকার কথাও নয়। তার জন্য খুব বেশি প্রজন্ম পার করতে হবে না, ঠাকুমা-দিদিমাদের গয়নাতেও হলমার্ক পাওয়া যাবে না, মায়ের সব গয়নাতেও না-ই থাকতে পারে।

    MORE
    GALLERIES

  • 38

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    ওদিকে সরকারের আদেশে চলতি বছরের ১ এপ্রিল থেকেই কেনা হোক বা বেচা- সোনায় হলমার্ক থাকা বাধ্যতামূলক। এটাই সোনা বিক্রির নতুন নিয়ম। দোকানকে যেমন এই নিয়ম মেনে আমাদের সোনা বিক্রি করতে হবে, আমাদেরও তেমনই ঘরের সোনা বেচতে গেলে তাতে হলমার্ক থাকা দরকার।

    MORE
    GALLERIES

  • 48

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    দরকার, সে তো জলের মতো সাফ। পুরনো সোনায় হলমার্ক আসবে কোথা থেকে? তাহলে কি দরকারে আর পারিবারিক সোনা বিক্রি করা যাবে না?

    MORE
    GALLERIES

  • 58

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    সব সময়ে মনে রাখা দরকার- সরকার কিন্তু আমাদেরই পাশে! এই নিয়ম করা তো এই জন্যেই যাতে সোনা কেনা-বেচায় সাধারণ মানুষকে ঠকতে না হয়।

    MORE
    GALLERIES

  • 68

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে যাতে আমরা খাঁটি সোনা-ই পাই, পাশাপাশি, প্রয়োজনে পাই সোনার বিনিময়ে সঠিক দর। ফলে, পারিবারিক গয়নায় হলমার্ক করিয়ে নেওয়ার সুযোগও আমাদের দিচ্ছে সরকার। কীভাবে?

    MORE
    GALLERIES

  • 78

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স ওয়েবসাইট অনুসারে, আমরা বিআইএস রেজিস্টার্ড জুয়েলার্সের মাধ্যমে পুরনো সোনার গয়নায় হলমার্ক করাতে পারি। জুয়েলার সেই গয়নায় বিআইএস অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টার থেকে হলমার্ক বসিয়ে এনে দেবেন। গয়না পিছু হলমার্ক করার জন্য ৪৫ টাকা দিতে হবে।

    MORE
    GALLERIES

  • 88

    পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

    এই প্রসঙ্গে আরেকটা কথাও না বললেই নয়। হলমার্ক সাইন বদলে গিয়েছে। এখন থেকে হলমার্কে মোটে তিনটে সাইন থাকবে। তা বলে পুরনো হলমার্ক সাইন নিয়ে দুশ্চিন্তা নেই, ওটা থাকলেও গয়না বিক্রি করা যাবে দোকানে গিয়ে।

    MORE
    GALLERIES