গত বছরের ধনতেরসের সময়ের ঘটনা। রাজধানীর এক মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত চেনাজানা সবাইকে জানিয়েছিলেন যে পারিবারিক সোনার গয়না বিক্রি করতে গিয়ে তাঁকে কতটা নাকাল হতে হয়েছে! কেন না, রসিদ ছাড়া কোনও দোকান সেই গয়না কিনতে রাজি হয়নি। প্রশ্নটা এখানে দুতরফা বিশ্বস্ততার- অর্থাৎ জিনিসটা সত্যিই পারিবারিক কি না এবং সোনাও কতটা খাঁটি!