Rupay Credit Cards: রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমেও এবার করা যাবে UPI পেমেন্ট, অনুমতি দিল আরবিআই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বুধবারই এই অনুমতি মিলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তরফ থেকে। এদিন মানিটারি পলিসি রিভিউ-এর সাংবাদিক বৈঠকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
#কলকাতা: ইউপিআই (UPI) ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ সুবিধা। এবার থেকে ইউপিআই অ্যাপে রুপে ক্রেডিট কার্ড (RuPay credit cards) যোগ করেও পেমেন্ট করা যাবে। আর বুধবারই এই অনুমতি মিলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তরফ থেকে। এদিন মানিটারি পলিসি রিভিউ-এর সাংবাদিক বৈঠকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
উন্নয়নমূলক এবং নিয়ন্ত্রক নীতির বিষয়ে আরবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ভারতবর্ষে পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। বর্তমানে প্রায় ২৬ কোটি ব্যবহারকারী এবং ৫ কোটি ব্যবসায়ী ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। চলতি বছরের মে মাসেই ইউপিআই-এর মাধ্যমে প্রায় ৫৯৪.৬৩ কোটি লেনদেন হয়েছে আর এত লেনদেনের ক্ষেত্রে অর্থের পরিমাণটা হচ্ছে ১০.৪০ লক্ষ কোটি। ইউপিআই যে সুবিধা দেয়, সেটা হল– টাকা-পয়সার লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীরা ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। আর লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট সিস্টেমে পিপিআই-এর অ্যাক্সেস আরও সহজ হয়েছে পিপিআই (PPI)-এর আন্তঃব্যবহারযোগ্যতার কারণে। আর ইউপিআই ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্যই ইউপিআই-এর সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করার প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এটা শুরু করার জন্য রুপে ক্রেডিট কার্ড এই সুবিধার সঙ্গেই সক্রিয় করা হবে। আর এই ব্যবস্থার ফলে ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট আরও সহজ হবে এবং গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন। সিস্টেম ডেভেলপমেন্ট শেষ হলেই এই সুবিধা উপলব্ধ হবে। এর জন্য আলাদা ভাবে প্রয়োজনীয় নির্দেশ এনপিসিআই (NPCI)-কে দেওয়া হয়েছে।
advertisement
প্রথম দিকে, ইউপিআই প্ল্যাটফর্মে টাকা-পয়সা লেনদেন করা হত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই। অর্থাৎ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই-এর সঙ্গে লিঙ্ক করলেই পেমেন্ট করা সম্ভব। তবে পরের দিকে ব্যবসায়িক ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই অ্যাপগুলিতে গ্রাহকদের ক্রেডিট এবং ডেবিট কার্ড যোগ করার ছাড়পত্র দেওয়া হয়। তবে ইউপিআই-এর সঙ্গে লিঙ্ক করা কার্ডের মাধ্যমে ব্যবসায়ী নয়, এমন কাউকে পেমেন্ট করা যাবে না।
advertisement
ইউপিআই অ্যাপে ক্রেডিট এবং ডেবিট কার্ড যোগ করেই টাকা-পয়সা লেনদেন বা পেমেন্ট করা যায়। ফলে এই ধরনের কার্ড আর পিওএস (POS) মেশিনে সোয়াইপ করতে হবে না। পেমেন্ট করার সময় শুধুমাত্র কিউআর কোড (QR Code) স্ক্যান করতে হবে এবং লিঙ্ক করা ক্রেডিট অথবা ডেবিট কার্ড বেছে নিতে হবে। ইউপিআই অ্যাপ ব্যবহার করে কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে। আর ওই ওটিপি দিলেই পেমেন্ট সম্পূর্ণ হবে।
advertisement
GPay এবং PhonePe-র মতো জনপ্রিয় ইউপিআই অ্যাপে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে কীভাবে পেমেন্ট করা যায়, সেটাই দেখে নেওয়া যাক।
এর জন্য সবার আগে Gpay-তে গ্রাহককে নিজের কার্ড যোগ করতে হবে। Gpay ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মে কোনও গ্রাহক নিম্নোক্ত ব্যাঙ্কগুলির ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে, যেসব গ্রাহকরা ভিসা অথবা মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, এটা তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য।
advertisement
অ্যাক্সিস ব্যাঙ্ক
এসবিআই, এসবিআই কার্ড
কোটাক ব্যাঙ্ক
এইচডিএফসি ব্যাঙ্ক
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
ফেডারেল ব্যাঙ্ক
আরবিএল ব্যাঙ্ক
এইচএসবিসি ব্যাঙ্ক
আইসিআইসিআই ব্যাঙ্ক
ওয়ানকার্ড (ভিসা ক্রেডিট কার্ড)
Gpay-তে ক্রেডিট অথবা ডেবিট কার্ড যোগ করতে এই নিয়মগুলি অনুসরণ করতে হবে:
advertisement
ধাপ ১: অ্যাপটি খুলে নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
ধাপ ২: পেমেন্ট মেথডে ক্লিক করলে ব্যবহারকারীর বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দেখাবে, যা অ্যাপে আগে থেকেই যোগ করা হয়েছে। এবার কার্ড যোগ করতে গেলে 'Add credit or debit card'-এ ক্লিক করতে হবে।
ধাপ ৩: ব্যবহারকারীকে তাঁর কার্ড নম্বর, কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ, সিভিভি (CVV) নম্বর, কার্ড হোল্ডারের নাম এবং বিলিং অ্যাড্রেস লিখতে হবে।
ধাপ ৪: Save অপশনে ক্লিক করতে হবে এবং প্রযোজ্য শর্তাবলীতে ক্লিক করে গ্রাহককে তা স্বীকার করে নিতে হবে।
ধাপ ৫: এরপর 'Activate' অপশনে ক্লিক করলেই কোনও স্টোরে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পেমেন্ট করা যাবে।
গ্রাহককে নিজের কার্ড ভেরিফাই করতে হবে। তার জন্য রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ভেরিফাই করা হয়ে গেলে গ্রাহক লেনদেন করতে পারবেন।
GPay-র মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করে কোথায় কোথায় পেমেন্ট করা যাবে?
GPay ওয়েবসাইট অনুযায়ী, নিম্নোক্ত এই ধরনের লেনদেনের ক্ষেত্রে গ্রাহক নিজের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন।
এনএফসি এনেবল করা পেমেন্ট টার্মিনালগুলিতে ট্যাপ করে টাকা-পয়সা প্রদান করা যেতে পারে।
অনলাইন এবং অফলাইন ব্যবসার ক্ষেত্রে ‘Bharat QR code’ ভিত্তিক পেমেন্ট করা যাবে।
Google Pay-তে বিল পেমেন্ট এবং রিচার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কার্ড।
Myntra, Dunzo, Yatra, MagicPin, Coolwinks, EaseMyTrip, Confirmtkt ইত্যাদি অ্যান্ড্রয়েড অ্যাপে অনলাইনে পেমেন্টও করা যাবে।
PhonePe অ্যাপে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট:
PhonePe অ্যাপের মাধ্যমে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে গেলেও ওই অ্যাপে গ্রাহককে নিজের কার্ড যোগ করতে হবে। আর তার পদ্ধতিও Gpay-এর মতোই। অর্থাৎ উপরোক্ত পদ্ধতি অনুসরণ করেও এক্ষেত্রে কার্ড লিঙ্ক করা যাবে। PhonePe অ্যাপের সেটিংস-এ গেলেই পাওয়া যাবে পেমেন্ট মেথডস্। আর সেখানে 'Add new card'-এ ক্লিক করতে হবে। সেখানে কার্ডের সমস্ত তথ্য দিলে পেনি-ড্রপ মেথড (গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১টাকা কাটা যাবে)-এর মাধ্যমে তা ভেরিফাই হয়ে যাবে।
কার্ডটি সফল ভাবে ভেরিফাই করা হয়ে গেলে তা পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে। PhonePe-র ওয়েবসাইট অনুযায়ী, PhonePe অ্যাপ কিংবা PhonePe ব্যবসায়ী বা বিক্রেতাদের উপর কোনও পরিষেবা অথবা কোনও পণ্যের জন্যই কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
তবে মনে রাখা জরুরি যে, GPay-র ক্ষেত্রে শুধুমাত্র ভিসা অথবা মাস্টার-ভিত্তিক পেমেন্ট গেটওয়ে কার্ডই ব্যবহার করা যায়। কিন্তু সেখানে ভিসা (Visa), মাস্টারকার্ড (Mastercard), ম্যাস্ত্রো (Maestro), ডাইনার্স (Diners), আমেরিকান এক্সপ্রেস (American Express) এবং রুপে (Rupay)-র সমস্ত রকম ডোমেস্টিক ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করার অনুমতি দেয় PhonePe।
Paytm অ্যাপের মাধ্যমে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট:
আগের দু'ক্ষেত্রের মতোই Paytm অ্যাপেও ক্রেডিট এবং ডেবিট কার্ড যোগ করতে হবে। আর তা যোগ করার জন্য একই পদ্ধতি অবলম্বন করতে হবে। কার্ড একবার সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে তা পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে। আর Paytm অ্যাপের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রেও সব রকম ক্রেডিট এবং ডেবিট কার্ডই ব্যবহার করা যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2022 7:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rupay Credit Cards: রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমেও এবার করা যাবে UPI পেমেন্ট, অনুমতি দিল আরবিআই