Ration Card: রেশন কার্ডধারীদের জন্য নয়া নির্দেশ, চলতি মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন না করলে পড়বেন মুশকিলে

Last Updated:

Ration Card Update: সেই আপডেটে বলা হয়েছে, যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁদের জন্য e-KYC প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।

News18
News18
রেশন কার্ড হোল্ডারদের জন্য এসে গেল একটি নতুন আপডেট। সেই আপডেটে বলা হয়েছে, যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁদের জন্য e-KYC প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আর সেই e-KYC প্রক্রিয়ার ডেডলাইন আরও বাড়ানো হয়েছে। আসলে আগে e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন ছিল ৩১ মার্চ ২০২৫ তারিখ। কিন্তু এখন সেই দিনক্ষণ বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখ করা হয়েছে। যাঁরা e-KYC-র প্রক্রিয়া সম্পূর্ণ করবেন না, তাঁদের নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়া হবে।
এদিকে রেশন কার্ডের e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার ডেডলাইন বা মেয়াদ এই নিয়ে ৬ বার বাড়ানো হল সরকারের তরফে। কিন্তু এবারে বলা হয়েছে যে, এই শেষ বার e-KYC প্রক্রিয়ার ডেডলাইন বাড়ানো হল। খাদ্য এবং সরবরাহ মন্ত্রকের তরফে চিঠি লিখে সমস্ত রাজ্যকেই নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন ডেডলাইনের মধ্যেই e-KYC-র কাজ সম্পন্ন করে ফেলতে হবে। শুধু তা-ই নয়, আরও বলা হয়েছে, যে কোনও ভাবে আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতেই হবে। আর e-KYC করানোর জন্য রেশন কার্ড হোল্ডারদের বা সুবিধাভোগীদের পিডিএস শপে যেতে হবে। সেখানে গিয়ে e-POS মেশিনের সাহায্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
advertisement
advertisement
KYC কেন প্রয়োজন?
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এখনও ২৩.৫ শতাংশ রেশন কার্ডের ভেরিফিকেশন বাকি রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, KYC-র অর্থ হল Know Your Customer। রেশন কার্ড হোল্ডারদের KYC আপডেট করতে বলা হয়েছে, কারণ তাতে সিস্টেম থেকে ভুয়ো রেশন কার্ড হোল্ডারদের বাদ দিতে সুবিধা হবে। সরকারি শস্যের সুবিধা যাতে শুধুমাত্র যোগ্য মানুষেরাই পান, সেটা নিশ্চিত করাই আসলে সরকারের লক্ষ্য।
advertisement
বাড়ি থেকেও e-KYC করা সম্ভব? কিন্তু কীভাবে?
পিডিএস শপে না গিয়ে যাঁরা e-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন, তাঁরা বাড়িতে বসেও সেটা করে নিতে পারেন। এর জন্য কী কী করণীয়, সেটা নীচে দেওয়া হল:
১. e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সবার আগে নিজের রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ওয়েবসাইটে যেতে হবে।
advertisement
২. এরপর সেখানে গিয়ে e-KYC for Ration Card বিকল্পের উপর ক্লিক করতে হবে।
৩. এবার নিজের রেশন কার্ড নম্বর এবং আধার কার্ডের নম্বর দিতে হবে।
৪. এরপর পরিবারের কর্তা বা কর্ত্রীর আধার নম্বর দিতে হবে।
৫. এবার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
৬. মোবাইল নম্বরে আসা ওটিপি এবং সমস্ত তথ্য পূরণ করে তা সাবমিট করে দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card: রেশন কার্ডধারীদের জন্য নয়া নির্দেশ, চলতি মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন না করলে পড়বেন মুশকিলে
Next Article
advertisement
West Bengal Weather Update: বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • বাতাসে শীতের আমেজ

  • নামতে পারে তাপমাত্রাও !

  • রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement