Gold ATM: চিনে চালু হল Gold ATM ! মেশিনে সোনা দিলেই টাকা ট্রান্সফার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold ATM: সোনা দিলেই গোল্ড এটিএম মেশিন সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।
advertisement
আসলে ১২০০ ডিগ্রি সেলসিয়াসে এই মেশিনটি সোনাকে গলিয়ে দিতে পারে। সেই সঙ্গে তা সোনার বিশুদ্ধতাও পরীক্ষা করে। আর সাংহাই গোল্ড এক্সচেঞ্জের লাইভ রেটের উপর ভিত্তি করে পেমেন্ট করা হয়। যার মধ্যে অবশ্য একটি পরিষেবা চার্জ বা সার্ভিস চার্জও অন্তর্ভুক্ত থাকে। এই সুবিধা আসলে গ্রাহকদের ট্র্যাডিশনাল জ্যুয়েলারি স্টোরের পরিবর্তে দ্রুত এবং স্বচ্ছ বিকল্প প্রদান করে।
advertisement
চিনের কিংহুড গ্রুপের তৈরি স্মার্ট গোল্ড এটিএমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা সোনার জিনিস গলিয়ে, ওজন করে, তার বিশুদ্ধতা নির্ধারণ করবে ৷ এরপর সোনার বাজারমূল্য অনুযায়ী সমপরিমাণ টাকা সরাসরি বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে । এই মেশিনটি তিন গ্রাম বা তার বেশি ওজনের এবং অন্তত ৫০ শতাংশ বিশুদ্ধতার সোনার জিনিস গ্রহণ করবে ৷
advertisement
advertisement